অ্যাকসেসিবিলিটি লিংক

সুইডেনে কোরান পোড়ানোর বিক্ষোভ থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ


সেগওয়েতে সুইডেনের পার্লামেন্ট ভবনের সামনে টহল দিচ্ছেন একজন পুলিশ অফিসার। ১৭ আগস্ট, ২০২৩। (ফাইল ছবি)
সেগওয়েতে সুইডেনের পার্লামেন্ট ভবনের সামনে টহল দিচ্ছেন একজন পুলিশ অফিসার। ১৭ আগস্ট, ২০২৩। (ফাইল ছবি)

সুইডেনে কোরান পোড়ানোর প্রতিবাদে সহিংস দাঙ্গা-হাঙ্গামা শুরু হওয়ায় রবিবার সুইডিশ পুলিশ দুইজনকে গ্রেপ্তার এবং প্রায় ১০ জনকে আটক করেছে।

ইরাকি শরণার্থী সংগঠন সালওয়ান মোমিকা বিক্ষোভটি আয়োজন করে।

রবিবারের প্রতিবাদ-বিক্ষোভটি বিশাল অভিবাসী জনসংখ্যা অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় শহর মালমোর একটি স্কোয়ারে অনুষ্ঠিত হয়। পাবলিক টেলিভিশন এসভিটি অনুসারে, প্রায় ২০০ জন লোক ওই বিক্ষোভে শামিল হয়।

পুলিশের মতে, আয়োজকরা চলে যাওয়ার পর বিক্ষোভ শেষ হয়ে গেলেও একদল লোক ঘটনাস্থলেই থেকে যায়।

এসময় জনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য প্রায় ১০ জনকে আটক করা হয় এবং সহিংস দাঙ্গার সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

সুইডিশ সরকার দেশটির সাংবিধানিকভাবে সুরক্ষিত বাকস্বাধীনতা এবং সমাবেশ করার অধিকার সংক্রান্ত আইনের কথা উল্লেখ করে কোরানের অবমাননার নিন্দা করেছে।

গত জুলাই মাসে ইরাকের রাজধানী বাগদাদের সুইডিশ দূতাবাসে দুইবার হামলা চালায় বিক্ষোভকারীরা, দ্বিতীয়বারের হামলায় তারা দূতাবাস কম্পাউন্ডে আগুন ধরিয়ে দেয়।

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সুইডিশ রাষ্ট্রদূতদেরও তলব করা হয়েছে।

সুইডেনের প্রতিবেশী দেশ ডেনমার্কেও প্রকাশ্যে কোরান অবমাননা করা হয়েছিল। আগস্টের শেষের দিকে দেশটি বলেছে, তারা কোরান পোড়ানো নিষিদ্ধ করার পরিকল্পনা করছে।

ইতোমধ্যে কিছু পরিস্থিতিতে কোরান পোড়ানোর সাথে জড়িত প্রতিবাদ-বিক্ষোভ বন্ধ করার আইনি উপায়গুলি অন্বেষণ করার প্রতিশ্রুতি দিয়েছে সুইডেন।

XS
SM
MD
LG