অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ কোরিয়া এবং জাপানের সাথে আলাদা মহড়ার জন্য বি-ওয়ান বি বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র


ইউএস এয়ার ফোর্সের বি- ওয়ান বি বোমারু বিমান, এফ সিক্সটিন ফাইটার জেট এবং দক্ষিণ কোরিয়ার এয়ার ফোর্স এফ থার্টি ফাইভ এ দক্ষিণ কোরিয়ায় একটি যৌথ বিমান মহড়ায় অংশ নেয়। ১৯ মার্চ, ২০২৩। ফাইল ছবি।
ইউএস এয়ার ফোর্সের বি- ওয়ান বি বোমারু বিমান, এফ সিক্সটিন ফাইটার জেট এবং দক্ষিণ কোরিয়ার এয়ার ফোর্স এফ থার্টি ফাইভ এ দক্ষিণ কোরিয়ায় একটি যৌথ বিমান মহড়ায় অংশ নেয়। ১৯ মার্চ, ২০২৩। ফাইল ছবি।

বুধবার যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া এবং জাপানের সাথে যৌথ মহড়ার জন্য পৃথকভাবে বি- ওয়ান বি বোমারু বিমান মোতায়েন করেছে। মিত্র দেশ তিনটি উত্তর কোরিয়ার হুমকির প্রতিক্রিয়া বৃদ্ধি করেছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, চলমান উলচি ফ্রিডম শিল্ড অনুশীলনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের একটি বি ওয়ান বি বোমারু বিমান দক্ষিণ কোরিয়ার এফ এ ফিফটি জেট এবং যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর এফ সিক্সটিন ফাইটার জেটের পাশাপাশি উড়েছে। এটি এই বছর আমেরিকান বোমারু বিমানের এরকম দশম উড্ডয়ন।

উত্তর কোরিয়া বারবার বার্ষিক সামরিক মহড়াকে যুদ্ধের মহড়া বলে অভিহিত করে নিন্দা জানিয়েছে। মিত্ররা জোর দিয়ে বলেছে, মহড়াগুলো তাদের আত্মরক্ষার অনুশীলনের অংশ।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পৃথকভাবে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর দুটি বি ওয়ান বি বিমান জাপানের ১২টি ফাইটার জেটের সাথে যৌথ মহড়ায় যোগ দিয়েছে। এর মধ্যে চারটি এফ ফিফটিন জেট রয়েছে।

উত্তর কোরিয়ার একটি স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা ব্যর্থ হবার কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মহড়াটি হয়।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, বুধবার জাপান সাগরে যুক্তরাষ্ট্র-জাপানের যৌথ বিমান মহড়া নিশ্চিত করেছে যে, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রেক্ষিতে দেশ দুটির সামরিক বাহিনী “যেকোনো পরিস্থিতির প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।”

মঙ্গলবার জাপান যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সাথে একটি ত্রিপক্ষীয় নৌ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়ায় অংশগ্রহণ করেছে।

মঙ্গলবার নৌবাহিনী দিবস উপলক্ষে এক বক্তব্যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের মধ্যে ক্যাম্প ডেভিডে ১৮ আগস্টের শীর্ষ সম্মেলনের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র এবং মিত্রদের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ানোর অভিযোগ আনেন।

XS
SM
MD
LG