অ্যাকসেসিবিলিটি লিংক

সংঘাত শুরুর পর এই প্রথম সরকারি সফরে মিশর গেলেন সুদানের সেনাপ্রধান


মিশরের প্রেসিডেন্সির মিডিয়া অফিসের দেওয়া এই ছবিতে, মিশরের এল-আলামিন শহরের প্রেসিডেন্ট প্রাসাদে মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসি (ডানদিকে), সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের সাথে সাক্ষাৎ করছেন। ২৯ আগস্ট, ২০২৩।
মিশরের প্রেসিডেন্সির মিডিয়া অফিসের দেওয়া এই ছবিতে, মিশরের এল-আলামিন শহরের প্রেসিডেন্ট প্রাসাদে মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসি (ডানদিকে), সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের সাথে সাক্ষাৎ করছেন। ২৯ আগস্ট, ২০২৩।

সুদানের সামরিক কমান্ডার এবং আনুষ্ঠানিকভাবে দেশটি পরিচালনা করা অন্তর্বর্তীকালীন কাউন্সিলের প্রধান, জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান, সোমবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সাথে দেখা করতে, মিশরের উপকূলীয় শহর এল-আলামিনে পৌঁছেছেন। গত এপ্রিল মাসে রক্তক্ষয়ী সংঘাত শুরুর পর, এটিই সুদানের বাইরে তার প্রথম সরকারি সফর।

সোমবার, বুরহানকে সফরকারী রাষ্ট্রপ্রধান হিসেবে স্বাগত জানিয়েছেন সিসি। গত বেশ কিছুদিন ধরে রাজধানী খার্তুমের আশেপাশে লুকিয়ে থাকার পর, প্রকাশ্যে এসে পোর্ট সুদানের লোহিত সাগর বন্দর নগরী দিয়ে অতি দ্রুত দেশ ছাড়েন তিনি।

প্রেসিডেন্ট সিসির সাথে আলোচনার পর, এক সংবাদ সম্মেলনে বুরহান জোর দিয়ে বলেন, একতরফাভাবে ক্ষমতা ধরে রাখার কোন ইচ্ছা সুদানের সামরিক বাহিনীর নেই। তার মূল লক্ষ্য ৪ মাস পুরনো সামরিক সংঘাত যত দ্রুত সম্ভব শেষ করা।

তিনি বলেন, সুদানের সশস্ত্র বাহিনী একটি জাতীয় সেনাবাহিনী এবং তারা অনির্দিষ্টকালের জন্য দেশটির শাসন ভার গ্রহণ করতে চায় না। বুরহান আরও বলেন, তিনি সুদানের প্রতিবেশী দেশ এবং সুদানের জনগণকে এই বলে আশ্বস্ত করতে চান যে, তিনি যুদ্ধের অবসান ঘটাতে এবং দেশটির গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া সম্পন্ন করার জোরদার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে সুদানের জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের নিজেদের নেতা নির্বাচন করতে পারে।

মিশরীয় সংবাদমাধ্যম গুলো জানিয়েছে, বুরহান আগামী কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন। সৌদি আরব সফরের পর উপসাগরীয় অন্যান্য দেশেও তিনি ভ্রমণ করতে পারেন। তবে, সংযুক্ত আরব আমিরাত বুরহানের প্রতিদ্বন্দ্বী জেনারেল মোহাম্মদ হামদান দাগালোকে সমর্থন করে এবং আবু ধাবি বুরহানের সাথে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য দাগালোকে চাপ দিতে প্রস্তুত ছিল কিনা, তা এখনো স্পষ্ট নয়।

কিছু প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত লিবিয়ার পূর্বাঞ্চলে অবস্থানরত রাশিয়ার ওয়াগনার গ্রুপের মাধ্যমে দাগালোর র‌্যাপিড সাপোর্ট ফোর্সকে অস্ত্র পাঠাচ্ছে।

এদিকে, সুদানের শান্তি ফিরিয়ে আনতে মিশর একটি "রোড ম্যাপ" তৈরি করেছে বলে জানা গেছে। ওই রোড ম্যাপে, দেশটির চলমান সংঘাতের ক্রমবর্ধমান হ্রাস এবং এর চূড়ান্ত পরিণতি নির্দেশ করা হয়েছে। পরিকল্পনায় "বেসামরিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার" এবং "বেসামরিক অবকাঠামো পুনর্নির্মাণের" আহ্বান জানানো হয়েছে।

আটলান্টিক কাউন্সিল এবং ওয়াশিংটন-ভিত্তিক মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক, পল সালিভান ভিওএ-কে বলেছেন, মিশর "একটি স্থিতিশীল এবং সমৃদ্ধ সুদান থেকে ব্যাপকভাবে উপকৃত হতে পারে।" বিশেষ করে, "সংঘাতের পর থেকে দেশটিতে প্রবেশ করা অনেক শরণার্থী তাদের "ঘরে ফিরে যেতে শুরু করতে পারে।"

XS
SM
MD
LG