সোমবার ওপেনএআই বলেছে, এটি চ্যাটজিপিটির একটি বাণিজ্যিক সংস্করণ চালু করছে। এর কৃত্রিম বুদ্ধিমত্তার উন্মাদনা ঐতিহাসিক আত্মপ্রকাশের নয় মাসের পর ব্যবহারকারীর সংখ্যা হ্রাস পাচ্ছে।
ওপেনএআই একটি ব্লগ পোস্টে বলেছে, চ্যাটজিপিটি এন্টারপ্রাইজ বাণিজ্যিক গ্রাহকদের “এন্টারপ্রাইজ গ্রেড”-এর নিরাপত্তা এবং পূর্ববর্তী সংস্করণ থেকে গোপনীয়তা বৃদ্ধিসহ বটটির একটি প্রিমিয়াম সংস্করণ অফার করবে।
অ্যাপল, অ্যামাজন এবং স্যামসাং-সহ বড় কোম্পানিগুলো সংবেদনশীল তথ্য ফাঁস হয়ে যাবে এই ভয়ে কর্মীদেরকে চ্যাটজিপিটি ব্যবহার করা থেকে অবরুদ্ধ করে। ডেটা সুরক্ষার প্রশ্নটি ওপেনএআই-এর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বাণিজ্যিক সংস্করণের রিলিজ এমন সময় হচ্ছে যখন আগের মতো গ্রাহকদের মধ্যে উত্তেজনা বজায় রাখা চ্যাটজিপিটির জন্য কঠিন হয়ে উঠেছে। রিলিজের পর কয়েক সপ্তাহের মধ্যে এটি বিশ্বের দ্রুততম ডাউনলোড করা অ্যাপে পরিণত হয়েছিল।
অ্যানালিটিক্স কোম্পানি সিমিলারওয়েবের মতে, জুনে এবং পুনরায় জুলাই মাসে চ্যাটজিপিটির ট্র্যাফিক প্রায় ১০ শতাংশ কমেছে। স্কুলের গ্রীষ্মকালীন ছুটি এর একটি কারণ।
সোমবার প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের দুটি গবেষণা বিশেষ করে এআই এবং চ্যাটজিপিটি সম্পর্কে সন্দেহের দিকে ইঙ্গিত করেছে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক উত্তরদাতাদের দুই-তৃতীয়াংশ যাদেরকে চ্যাটজিপিটির কথা জিজ্ঞেস করা হয়েছে তারা বলেছেন, তাদের প্রধান উদ্বেগ হলো সরকার যথাযথভাবে এর নিয়ন্ত্রণ করবে না।
পিউ আরও জানিয়েছে, ৫২ শতাংশ আমেরিকান বলে যে, তারা কৃত্রিম বুদ্ধিমত্তার বর্ধিত ব্যবহার সম্পর্কে আগ্রহী হওয়ার চেয়ে বেশি উদ্বিগ্ন বোধ করে।