অ্যাকসেসিবিলিটি লিংক

বিধানসভা ভোটের আগে ভারতের রাজস্থান, ছত্তীশগড়, মধ্য প্রদেশ সরকারের নীতি গ্যাসের দাম নিয়ে ভাবাচ্ছে বিজেপিকে


বিধানসভা ভোটের আগে ভারতের রাজস্থান, ছত্তীশগড়, মধ্য প্রদেশ সরকারের নীতি গ্যাসের দাম নিয়ে ভাবাচ্ছে বিজেপিকে
বিধানসভা ভোটের আগে ভারতের রাজস্থান, ছত্তীশগড়, মধ্য প্রদেশ সরকারের নীতি গ্যাসের দাম নিয়ে ভাবাচ্ছে বিজেপিকে

ভারতে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়-সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোট আসন্ন। তার আগে মঙ্গলবার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে কেন্দ্র সরকার। সেই সঙ্গে ভর্তুকি মূল্যে পাওয়া সিলিন্ডারের দামও ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে। কিন্তু তার পরেও রাজনৈতিক মহলের মতে রাজস্থান ও ছত্তীসগড়ে কংগ্রেসশাসিত রাজ্যের দুই মুখ্যমন্ত্রী উদ্বেগে রেখেছেন বিজেপিকে।

দারিদ্রসীমার নীচে পরিবারগুলিকে রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু এতদিন ২০০ টাকা ভর্তুকি দিত কেন্দ্রের সরকার। উদাহরণ হিসাবে বলা যায়, পশ্চিমবঙ্গে রান্নার সাধারণ সিলিন্ডারের দাম ১১২৯ হলে, বিপিএল পরিবারগুলি পেত ৯২৯ টাকায়। যেহেতু ভর্তুকি আরও ২০০ টাকা কমানো হয়েছে, তাই তা এখন ৭২৯ টাকায় পাওয়া যাবে।

কিন্তু রাজস্থানে অশোক গেহলট সরকার ১ এপ্রিল থেকে বিপিএল পরিবারগুলিকে ৫০০ টাকা দামে রান্নার গ্যাসের সিলিন্ডার দিচ্ছে। অর্থাৎ মোদী সরকারের এদিনের ঘোষণার আগেই অন্য রাজ্যের তুলনায় অর্ধেক দামে দরিদ্রদের রান্নার গ্যাস দিচ্ছিল সে রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস সরকার।

ইতিমধ্যে ছত্তীসগড়ে কংগ্রেস সরকারও ইঙ্গিত দিয়েছে, যে তারাও দরিদ্র পরিবারগুলোকে ৫০০টাকা দামে রান্নার গ্যাস দেবে। রাজস্থান ও ছত্তীসগড় হল মধ্য প্রদেশের প্রতিবেশী রাজ্য। সেখানেও কংগ্রেস নেতারা কম দামে গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিতে শুরু করেছে।

অর্থাৎ বিপিএল পরিবারগুলিকে গ্যাসের সিলিন্ডার বাবদ মোদী সরকার যে আরও ২০০ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে, তা দরিদ্র পরিবারগুলিকে প্রসারিত করলে রাজস্থানে বিপিএল-দের জন্য সিলিন্ডারের দাম কমে ৩০০ টাকা হওয়ার কথা। পর্যবেক্ষকদের মতে, এখন বিজেপির চিন্তা, গেহলট সরকার সেই পদক্ষেপ করলে বিজেপিশাসিত রাজ্যগুলোও চাপে পড়ে যাবে। ২০০ টাকা দাম কমিয়েও কোনও রাজনৈতিক সুবিধা মিলবে না।

ফলে কংগ্রেস এদিন বলছে, সেই চাপের মুখে পড়েই রান্নার গ্যাসের দাম কমাতে বাধ্য হল মোদী সরকার। তাদের এও বক্তব্য, সাধারণ মধ্যবিত্তের সুরাহা কিছুই হয়নি। রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ইউপিএ জমানায় ছিল ৬০০ টাকা। তা প্রায় ১২০০ টাকার করার পর এখন ২০০ টাকা কমানো হয়েছে।

আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "সবে মাত্র ইন্ডিয়া জোটের দুটো বৈঠক হয়েছে। তার চাপে পড়ে ২০০টাকা দাম কমাতে বাধ্য হয়েছে মোদী সরকার। এটাই হল ইন্ডিয়া জোটের দম।"

XS
SM
MD
LG