অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব অ্যাথলেটিক্স-এ উজ্জ্বল ভারত: অলিম্পিক্স-এর যোগ্যতা অর্জন মহিলা অ্যাথলিটের, দুরন্ত পারফরম্যান্স রিলে রেস দলের


স্টিপলচেজে জাতীয় রেকর্ড গড়েন পারুল চৌধুরী।
স্টিপলচেজে জাতীয় রেকর্ড গড়েন পারুল চৌধুরী।

হাঙ্গেরি-র বুদাপেস্ট-এ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মঞ্চে রবিবার ২৭ অগাস্ট রাতে উজ্জ্বল হয়ে উঠল ভারতের নাম। জ্যাভলিন থ্রোতে সোনা জিতে নীরজ চোপড়া আরও একবার ভারতবাসীকে গর্বিত করলেন। পাশাপাশি, ফাইনালে পদক জিততে না পারলেও অলিম্পিক্স-এ যাওয়ার যোগ্যতা অর্জন করলেন আরও এক ভারতীয়, পারুল চৌধুরী।

এদিন স্টিপলচেজে জাতীয় রেকর্ড গড়েন পারুল চৌধুরী।

ইভেন্টে ১১ নম্বরে শেষ করেন তিনি। তবে প্যারিস অলিম্পিকের যোগ্যতা নির্ধারণের জন্য বরাদ্দ সময়ের ভিতরেই তিনি শেষ করেন তার ইভেন্ট। ফলে অলিম্পিকের দরজা খুলে গেল পারুলের জন্য। নিজের ইভেন্ট শেষ করতে ৯:১৫.৩১ সেকেন্ড সময় নেন পারুল চৌধুরী। এই ইভেন্টে প্রথম স্থানে রয়েছেন ব্রুনেইয়ের উইনফ্রেড মুটাইল ইয়াভি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন কেনিয়ার দুই প্রতিযোগী বিট্রাইস ও ফেইথ।

এছাড়াও রিলে রেসেও ভারতের পারফরম্যান্স ছিল নজরকাড়া। ৪x৪০০ মিটার রেসে পঞ্চম স্থানে শেষ করেছে ভারত। এই খেলার হিটে নতুন এশিয়ান রেকর্ড তৈরি করেন অ্যাথলিটরা। এতদিন এই রেকর্ড ছিল জাপানের দখলে। ২:৫৮:৪৭ সেকেন্ডে রিলে রেস শেষ করে সেই রেকর্ড ভেঙে দেন ভারতীয় খেলোয়াড়রা।

XS
SM
MD
LG