অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে শিশুদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে সহায়তা করছে ইউনিসেফ


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১ লাখ ১২ হাজারের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২০ শতাংশ ১৫ বছরের কম বয়সী শিশু।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১ লাখ ১২ হাজারের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২০ শতাংশ ১৫ বছরের কম বয়সী শিশু।

বাংলাদেশে ১৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ডেঙ্গু সংক্রমিত বলে শনাক্ত হয়েছে ২১ হাজারেরও বেশি। এমন পরিস্থিতিতে, বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রতি সমর্থন জোরদার করছে ইউনিসেফ।

রবিবার (২৭ আগস্ট) বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, “আবারও বাংলাদেশের শিশুরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকির প্রথম সারিতে রয়েছে; কারণ এখানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে।”

শিশুদের সুরক্ষা এবং জনস্বাস্থ্যের জরুরি অবস্থা মোকাবেলায়,২২ লাখ ৫০ হাজার ডলার ব্যায়ে, জরুরি পরীক্ষার কিট, পেশাজীবীদের প্রশিক্ষণ, স্বাস্থ্য ও পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি খাতে অন্যান্য গুরুত্বপূর্ণ উপকরণ ও সেবা সরবরাহ করছে ইউনিসেফ।

বাংলাদেশের ৬৪ জেলায় এখন ডেঙ্গু সংক্রমণ ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১ লাখ ১২ হাজারের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২০ শতাংশ ১৫ বছরের কম বয়সী শিশু। ডেঙ্গুতে ৫০০ জনের বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে।

বছরটিতে বিশ্ব জলবায়ু পরিস্থিতির কারণে সৃষ্ট বিপর্যয়ের ক্রমবর্ধমান সংখ্যায়, ডেঙ্গুর মতো সংক্রমিত রোগের বিস্তারকে বাড়িয়ে তুলছে; যা শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের জীবনকে সরাসরি প্রভাবিত করছে।

XS
SM
MD
LG