অ্যাকসেসিবিলিটি লিংক

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস


মির্জা আব্বাস
মির্জা আব্বাস

চিকিৎসার জন্য শনিবার (২৬ আগস্ট) সকালে সিঙ্গাপুর গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাস, তার স্ত্রী আফরোজা আব্বাস ও তাদের দুই ছেলেকে নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

শায়রুল কবির জানান, আব্বাস দীর্ঘদিন ধরে পেটের সমস্যাসহ একাধিক রোগে ভুগছেন এবং তিনি বিভিন্ন সময়ে দেশে চিকিৎসা নিয়েছেন। অবস্থার কোনো উন্নতি না হওয়ায়, চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন তিনি।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, “আব্বাসের শরীরে বেশ কিছু উপসর্গ দেখা দেয়ায়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে চিকিৎসকের পরামর্শে সিঙ্গাপুরে গেছেন তিনি। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা হবে।” গত বছরের ২৩ মে পেটের সমস্যায় মির্জা আব্বাস একই হাসপাতালে চিকিৎসা নেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার স্ত্রী রাহাত আরা বেগম ও মেয়ে মির্জা সাফারুহ সিঙ্গাপুরে যান। মির্জা ফখরুল বিভিন্ন স্বাস্থ্য জটিলতার জন্য এখন মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

XS
SM
MD
LG