অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিকস ব্লকে যুক্ত হল ৬ টি নতুন সদস্য


দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা (সি) ২৪ আগস্ট জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্র পেশ করেন। ছবিতে বাম দিক থেকে ব্রাজিলের লুইজ ইনাসিও লুলা দা সিলভা, চীনের শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার সের্গেই ল্যাভরভ ।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা (সি) ২৪ আগস্ট জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্র পেশ করেন। ছবিতে বাম দিক থেকে ব্রাজিলের লুইজ ইনাসিও লুলা দা সিলভা, চীনের শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার সের্গেই ল্যাভরভ ।

ব্রিকস জোটের বার্ষিক শীর্ষ সম্মেলনের শেষ দিনে এই জোটের নেতারা নতুন ছয়টি সদস্যকে অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেছেন। ব্রিকস জোট ব্রাজিল, রাশিয়া,ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার মতো উদীয়মান অর্থনীতির দেশগুলির সমন্বয়ে গঠিত। এই জোট নিজেদের আমেরিকার নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিকল্প বলে মনে করে।

জোহানেসবার্গে অনুষ্ঠিত সম্মেলনের তৃতীয় ও শেষ দিনে, এরআয়োজক দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ঘোষণা করেন যে ২০২৪ সালের জানুয়ারি মাসে ব্রিকস আর্জেন্টিনা,ইথিওপিয়া,মিশর, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে এই জোটে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

ব্লকের নেতারা সকলেই এই সিদ্ধান্তের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন এবং চীন এই পদক্ষেপকে "ঐতিহাসিক" বলে অভিহিত করেছে। তবে বিশ্লেষকেরা বলছেন, ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার জন্য ক্রমবর্ধমান বিচ্ছিন্ন হয়ে পড়া রাশিয়ার কারণেই মূলত এই সম্প্রসারণ ঘটেছে।

যদিও সমালোচকরা এখন পর্যন্ত ব্লকের সাফল্য নিয়ে বিভক্ত, কেউকেউ বলছেন যে এটি প্রধানত প্রতীকী। এই জোটভুক্ত দেশের জনসংখ্যা ইতোমধ্যে সম্মিলিতভাবে বৈশ্বিক জনসংখ্যার ৪০ শতাংশ এবং বিশ্বব্যাপী জিডিপির প্রায় এক চতুর্থাংশ - এবং নতুন সদস্যদের সংযুক্তিতে অ বশ্যই জনসংখ্যা ও জিডিপি এই দুইই বাড়বে।

প্রিটোরিয়ার ইনস্টিটিউট ফর সিকিউরিটি স্টাডিজের গবেষক প্রিয়ালসিং বলেন, তিনটি গণতন্ত্র ও দুটি স্বৈরতন্ত্রের সমন্বয়ে গঠিত বর্তমান অভিন্ন গোষ্ঠীর মতো নতুন সদস্যরাও স্বাভাবিক মিত্র নয়।

তিনি বলেন, “আমার প্রথম ধারণা হয়েছে এটা বেশ অদ্ভুত। যে দেশগুলোকে একটি গ্রুপে অন্তর্ভুক্ত করা হচ্ছে সেটাও অদ্ভুত। “আপনারা জানেন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে এটা বেশীর ভাগ সংযুক্ত ফলে বিশ্বে ব্রিকস জোটের সামনে এগিয়ে যাওয়ার উপর অনেক প্রভাব ফেলবে।

সিং বলেন, ব্লকের বর্তমান দুই সদস্য চীন ও ভারত যারা সীমান্ত বিরোধে জড়িত তাদের মতো নতুন যেসব দেশে এই জোটে যুক্ত হবে তাদের বেশ কয়েকটির মধ্যেও উত্তেজনাপূর্ণ সম্পর্ক রয়েছে।

উদাহরণস্বরূপ, ইথিওপিয়া ও মিশরের মধ্যে উত্তেজনা আগামী বছরগুলিতে আরও বাড়তে পারে এবং যা ব্রিক্স জোটের সামঞ্জস্যকে ক্ষুণ্ণ করতে পারে। আর তা আমরা ইতোমধ্যে গত কয়েক বছরে ভারত ও চীনের মধ্যে দেখেছি।

ইথিওপিয়া ও মিশরের মধ্যে নীল নদের উপর একটি বিশাল জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ নিয়ে মতবিরোধ রয়েছে।

একইভাবে, ইরান ও সৌদি আরবের কূটনৈতিক ও সামরিক শত্রুতার ইতিহাস রয়েছে এবং তারা বহু বছর ধরে ইয়েমেনের সঙ্গে প্রক্সি যুদ্ধে লিপ্ত রয়েছে।

শীর্ষ সম্মেলনের শেষে চূড়ান্ত ঘোষণায় ব্রিক্স নেতারা বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা বলেন এবং ডলারের-আধিপত্য ব্যবস্থা থেকে বেরিয়ে এসে স্থানীয় মুদ্রার আরও বেশি ব্যবহারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

XS
SM
MD
LG