অ্যাকসেসিবিলিটি লিংক

৩ সপ্তাহে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বন্যা কবলিত এলাকা থেকে ১ লাখেরও বেশি মানুষকে উদ্ধার


রেস্কিউ ১১২২ জরুরি বিভাগ দ্বারা প্রকাশিত এই ছবিতে উদ্ধারকর্মীরা ২০২৩ সালের ২৩ আগস্ট পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগর জেলার একটি প্লাবিত এলাকা থেকে একটি নৌকার মাধ্যমে গ্রামবাসীদের সরিয়ে নিচ্ছে।
রেস্কিউ ১১২২ জরুরি বিভাগ দ্বারা প্রকাশিত এই ছবিতে উদ্ধারকর্মীরা ২০২৩ সালের ২৩ আগস্ট পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগর জেলার একটি প্লাবিত এলাকা থেকে একটি নৌকার মাধ্যমে গ্রামবাসীদের সরিয়ে নিচ্ছে।

উদ্ধারকারীরা গত তিন সপ্তাহে পাকিস্তানের পূর্ব পাঞ্জাব প্রদেশের বন্যা কবলিত এলাকা থেকে এক লাখের বেশি মানুষকে সরিয়ে নিয়েছে। বুধবার কর্মকর্তারা একথা বলেন।

গত সপ্তাহে যখন সাতলজ নদী উপচে পড়া শুরু করে, বেশ কয়েকটি জেলা প্লাবিত হয় তখন উদ্ধার তৎপরতা বৃদ্ধি করা হয়। অধিকাংশ উদ্ধার কাজের খবর পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর এবং কাসুর জেলা থেকে পাওয়া গেছে।

প্রতিবেশী ভারত বাঁধের পানি ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত রাভি নদীতে সরিয়ে নেয়ার পর জুলাই মাসে ছোট আকারে উদ্ধার কাজ শুরু হয়।

পরে বৃষ্টিতেও সাতলেজ নদী প্লাবিত হয়। এর ফলে কর্তৃপক্ষ এর আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নেয়।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলেছে, রাভি নদীর পানির স্তর বর্তমানে স্বাভাবিক তবে এই সপ্তাহে সাতলেজ নদীতে পানির স্তর আরও বৃদ্ধি পাবে।

গত গ্রীষ্মে ব্যাপক বন্যার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা কাটিয়ে ওঠার জন্য পাকিস্তান এখনো সংগ্রাম করছে। ওই বন্যায় ৩ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ১ হাজার ৭৩৯ জন মানুষ প্রাণ হারিয়েছিল। গত গ্রীষ্মের বন্যা দেশটির অর্থনীতিতে ৩ হাজার ডলারের ক্ষতি করেছে।

জুলাই মাসে বর্ষা মৌসুম শুরু হয় এবং সেপ্টেম্বর পর্যন্ত এই মৌসুম চলবে।

XS
SM
MD
LG