অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ায় বিমান বিধ্বস্ত:১০ জন নিহত, যাত্রী তালিকায় ছিলেন ওয়াগনার প্রধান


 রাশিয়ার আকাশে বুধবার একটি প্রাইভেট জেট বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। যাত্রী তালিকায় নাম ছিল ভাড়াটে বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনিসের।
রাশিয়ার আকাশে বুধবার একটি প্রাইভেট জেট বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। যাত্রী তালিকায় নাম ছিল ভাড়াটে বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনিসের।

রাশিয়ার আকাশে বুধবার একটি প্রাইভেট জেট বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। যাত্রী তালিকায় নাম ছিল ভাড়াটে বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনিসের। তবে তিনি বিমানে ছিলেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অনিশ্চিত এক সূত্র থেকে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি ওয়াগনার বেসরকারি সামরিক সংস্থার প্রতিষ্ঠাতা প্রিগোজিনের।

জরুরি কর্মকর্তাদের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, বিমানটিতে তিনজন পাইলট ও সাতজন যাত্রী ছিলেন। বিমানটিতে প্রিগোজিন ছিলেন কি না তা নিশ্চিত না হলেও রাশিয়ার বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াতসিয়া জানিয়েছে, প্রিগোজিন ওই বিমানের যাত্রীদের তালিকায় ছিলেন।

বিমানটি মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে রাজধানী থেকে ১০০ কিলোমিটার (৬০ মাইল) উত্তরে টিভার অঞ্চলে বিধ্বস্ত হয়। কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের পর্যালোচনা করা ফ্লাইট ট্র্যাকিং ডেটায় জানা যায়, প্রিগোজিনের আগে ব্যবহার করা ওয়াগনার নিবন্ধিত একটি প্রাইভেট জেট বুধবার সন্ধ্যায় মস্কো থেকে উড্ডয়ন করে এবং এর ট্রান্সপন্ডার সিগন্যাল কয়েক মিনিট পরেই অদৃশ্য হয়ে যায়। নিকটবর্তী কোনও এয়ারফিল্ড ছিল না যেখানে জেটটি নিরাপদে অবতরণ করতে পারতো এমন অঞ্চলে এর সিগনাল হারিয়ে যায়।

প্রিগোজিনের ব্যক্তিগত সামরিক বাহিনী ওয়াগনার ইউক্রেনে রাশিয়ার নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি লড়াই করেছে। ক্রেমলিন জানিয়েছে, তাকে বেলারুশে নির্বাসিত করা হবে এবং তার যোদ্ধারা হয় অবসর নেবেন, বা তাকে অনুসরণ করবেন অথবা রাশিয়ার সামরিক বাহিনীতে যোগ দেবেন।

এর অল্প সময়ের মধ্যেই ওয়াগনার যোদ্ধারা বেলারুশে শিবির স্থাপন করে। কিন্তু গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রিগোজিনের বিমানটি বেলারুশ ও রাশিয়ার মধ্যে দিয়ে উড়ছিল।

XS
SM
MD
LG