স্বেচ্ছা নির্বাসন থেকে ঐতিহাসিক প্রত্যাবর্তনের পর থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বুধবার কর্মকর্তারা জানান, কারাগারে প্রথম রাতে তাঁর হৃদযন্ত্র এবং উচ্চ রক্তচাপ নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় থাকসিনকে হাসপাতালে পাঠানো হয়।
মঙ্গলবার থাকসিন স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। এরপর নাটকীয়ভাবে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আর এ কারণে আড়ালে পড়ে যায় থাকসিনের রাজনৈতিক মিত্র শ্রেত্থা থাভিসিনের পার্লামেন্টের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার ঘটনাটি।
বুধবার পার্লামেন্টের একজন কর্মকর্তা জানিয়েছেন, ফিউ থাই পার্টির মনোনীত প্রার্থী হিসেবে শ্রেত্থা রাজার অনুমোদন পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর পদ নিশ্চিত করেছেন।
পুলিশ বলেছে, থাকসিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কারণ তিনি সঠিক যত্ন পাবেন এমন নিশ্চয়তা কারাগার কর্তৃপক্ষ দিতে পারেনি।
মঙ্গলবার থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট নিশ্চিত করেছে, ক্ষমতার অপব্যবহার এবং স্বার্থের দ্বন্দ্বের জন্য থাকসিনকে আট বছর জেল খাটতে হবে।
থাইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত রাজনীতিকের প্রত্যাবর্তনে তার সমর্থকেরা উল্লাস করেন। ব্যাক্তিগত জেটে করে তাঁর ব্যাংককে আগমন এবং দ্রুত তাঁকে কারাগারে স্থানান্তরসহ সবকিছুই এক-এক করে গণমাধ্যমে প্রচার হচ্ছিল।
থাকসিনের প্রত্যাবর্তন এবং শীর্ষ পদে শ্রেথার আশ্চর্যজনক মসৃণ আরোহন এই জল্পনাকে আরও বাড়িয়ে তুলবে যে, প্রভাবশালী থাকসিন তাঁর নিরাপদ প্রত্যাবর্তনের জন্য এবং সম্ভবত জেল থেকে দ্রুত মুক্তির জন্য সামরিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠানে তাঁর শত্রুদের সঙ্গে একটি চুক্তি করেছিলেন। তবে থাকসিন এবং ফেউ থাই পার্টি এই অভিযোগ ইতোমধ্যে অস্বীকার করেছে।