প্যারিস অলিম্পিক ২০২৪-এ অংশগ্রহণের ছাড়পত্র পেলেন ভারতের পশ্চিমবঙ্গের নামী শ্যুটার মেহুলি ঘোষ। তিনি এক কথায় ইতিহাস রচনা করলেন।
আজারবাইজান-এরর বাকুতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্যুটার তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন। সেই সঙ্গে আগামী বছরে প্যারিস অলিম্পিকের যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। মেহুলি ২২৯.৮ পয়েন্ট পেয়ে এই যোগ্যতা অর্জন করেছেন।
মেহুলি ব্রোঞ্জ জিতলেন, প্রথম দুটি স্থান পেয়েছেন চীনের দুই শ্যুটার। ভারতীয় দলে ছিলেন তিলোত্তমা সেন নামে আরও এক শ্যুটার। তিনি অবশ্য ২০৪ পয়েন্ট পেয়ে যোগ্যতা হারিয়েছেন অলিম্পিকে যাওয়ার।
এই দারুণ সাফল্যের পরে মেহুলি এক ভিডিও বার্তায় বলেছেন, তিনি অসম্ভব খুশি এই সাফল্যে। আগামী দিনে দেশের হয়ে আরও বড় সাফল্য আনবেন সেটিও জানান ২২ বছরের তারকা।
মেহুলি এর আগে পশ্চিমবঙ্গে ট্রেনিং নিতেন অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের কাছে। তারপর বর্তমানে মেহুলি গগন নারাং এর শুটিং অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন।
বিবস্বান গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে মেহুলির কোচ। তিনিই অলিম্পিকের পদক ধারী গগন নারং এর অ্যাকাডেমিতে বাংলার নামী শুটারকে তালিম দিচ্ছেন। স্বভাবতই এই সাফল্যে অত্যন্ত খুশি মেহুলির বাবা মা।