অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ায় হামলা চালাতে সোভিয়েত আমলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইউক্রেন


ইউক্রেনের দোনেৎস্ক এলাকার নিকটবর্তী যুদ্ধাঞ্চলে রুশ লক্ষ্য করে একটি অ্যান্টি-ট্যাংক রকেট লঞ্চার প্রস্তুত করছেন একজন ইউক্রেনীয় সেনা; ১৯ আগস্ট ২০২৩
ইউক্রেনের দোনেৎস্ক এলাকার নিকটবর্তী যুদ্ধাঞ্চলে রুশ লক্ষ্য করে একটি অ্যান্টি-ট্যাংক রকেট লঞ্চার প্রস্তুত করছেন একজন ইউক্রেনীয় সেনা; ১৯ আগস্ট ২০২৩

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক তাদের ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বিষয়ক দৈনিক প্রতিবেদনে রবিবার বলেছে, ইউক্রেন রাশিয়ার অনেক ভেতরে আক্রমণ শুরু করেছে। আর, রুশ বিমানবাহিনীর শীর্ষ নেতৃবৃন্দ “খুব সম্ভবত” রাশিয়ার পশ্চিমাঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার চাপে রয়েছেন।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, রাশিয়ার নাগরিকদের ওপর সরাসরি প্রভাব কম পড়বে, “প্রায় নিশ্চিতভাবে” এটা বিশ্বাস করে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ করেছিলেন। মন্ত্রকের প্রতিবেদনে আরো বলা হয়েছে, চালকবিহীন আকাশ যানগুলো এখন নিয়মিত মস্কোতে আঘাত হানছে।

এসএ-৫ গ্যামন ক্ষেপণাস্ত্র প্রতিনিয়ত রাশিয়ায় আঘাত হানার “খবর বৃদ্ধি” পাচ্ছে।ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সাড়ে সাত টন ওজনের সোভিয়েত আমলের গ্যামন মিসাইল ব্যবস্থাকে ইউক্রেনের প্রতিরক্ষা সরঞ্জামের তালিকা থেকে বাদ দেয়া হয়েছিলো। এখন, দৃশ্যত এটি "স্থলভাগে আক্রমণ পরিচালনার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসাবে" আবার ব্যবহৃত হচ্ছে।

কিয়েভ থেকে প্রায় ১৪৫ কিলোমিটার উত্তরে ইউক্রেনের ঐতিহাসিক শহর চেরনিহিভের সেন্ট্রাল স্কোয়ারের কাছে শনিবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ছয় বছর বয়সী এক শিশুসহ সাতজন নিহত ও ১৪৪ জন আহত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার দৈনিক ভাষণে প্রাণঘাতী এই হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেন।তিনি বলেন, “আমি নিশ্চিত, আমাদের সৈন্যরা এই সন্ত্রাসী হামলার জন্য রাশিয়াকে জবাব দেবে; যথাযথ জবাব দেবে।“

ধর্মীয় ছুটির দিনে গির্জায় যাওয়ার সময় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। আহতদের মধ্যে ১২ জন শিশু এবং ১০ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর স্টকহোমে তারা প্রথম সফরের সময় জেলেন্সকি সুইডেনের প্রধানমন্ত্রী উলফক্রিস্টারসনের কাছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা জোরদারে সহায়তা চান। সে সময় তিনি সুইডেনে নির্মিত গ্রিপেন যুদ্ধবিমান দেয়ার জন্য অনুরোধ করেন। গত জুনে, সুইডেনের সরকার বলেছিলো, তারা ইউক্রেনের পাইলটদের তাদের বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান সাব নির্মিত জেট বিমান পরীক্ষা করার সুযোগ দেবে। তবে, এগুলো সুইডেনের আকাশসীমা রক্ষায় প্রয়োজন বলে উল্লেখ করে দেশটির সরকার।

জেলেন্সকি শনিবার জানান যে ইউক্রেনের পাইলটরা বিমানগুলোতে তাদের প্রশিক্ষণ শুরু করেছেন।এক যৌথ সংবাদ সম্মেলনে, গ্রিপেনস সম্পর্কে কোনো মন্তব্য করেননি ক্রিস্টারসন । তবে, চেরনিহিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করেছেন তিনি।

ভিওএ'র জাতিসংঘ প্রতিনিধি মার্গারেট বেশিয়ার এবং ভয়েস অফ আমেরিকার জাতীয় নিরাপত্তা সংবাদদাতা জেফ সেলডিন এই প্রতিবেদনে অবদান রেখেছেন। এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG