ক্যামেরুনের কর্মকর্তারা আফ্রিকান, চীনা এবংইউরোপীয়সহ কয়েকহাজার বিদেশীকর্মীর কাজেরচুক্তিস্থগিত করেছেন এবংতাদের একমাসের মধ্যে কাজ করার অনুমতিপত্র দাখিল এবং কর পরিশোধ করতে হবে অথবা তাদেরকে দেশ ছেড়েচলেযাওয়ার নির্দেশ দিয়েছেন।
ক্যামেরুন সরকার জানিয়েছে,চীন, নাইজেরিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং চাদ থেকে আসা দুই হাজারেরও বেশি বিদেশি শ্রমিকের মধ্যে মাত্র ১০০ জন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সঙ্গে ক্যামেরুনের পূর্ব সীমান্তের কাছে সোনার খনিতে কাজ এবং কাঠ রফতানি করার অনুমতি পেয়েছেন।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য আফ্রিকার দেশটিতে আনুমানিক ১১ হাজার বিদেশি কর্মীর মধ্যে প্রায় সাড়ে ১০ হাজারেরও বেশি কর্মীর ওয়ার্ক পারমিট নেই।
ক্যামেরুনের কর্মসংস্থানমন্ত্রী ইসা চিরোমা বাকারি বলেন, বেশিরভাগ বিদেশি শ্রমিক খারাপ উদ্দেশ্যে কাজ করছেন। তিনি বলেন, তারা কর পরিশোধ করছেন না। জানুয়ারি মাস থেকে ঐ বিদেশি কর্মীরা কর না দেয়ার কারণে ক্যামেরুন দু’কোটি পাঁচ লক্ষ ডলারের বেশি অর্থ পাওয়া থেকে বঞ্চিত রয়েছে।
বাকারি বলেন চলতি সপ্তাহে ক্যামেরুনের ৩৬০টিজেলায় সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়াহয়েছে যে বিদেশি কর্মীরা যাতে ওয়ার্ক পারমিটথাকে এবং তারা ট্যাক্স পরিশোধ করে নতুবা ৩০দিনের মধ্যে তাদেরকে দেশ ছাড়া করা হবে।
ক্যামেরুনের কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, দেশটি গ্যাস ও তেলের জন্য নির্মাণ, খনি ও অনুসন্ধান কাজ পুনরায় শুরু করার ফলে চীনা ও ইউরোপীয় প্রকৌশলীদের সেখানে আগমন ঘটেছে।