একজন ইরানি সাংবাদিক বৃহস্পতিবার বলেছেন যে ইরানের পোশাক বিষয়ক আইন অবজ্ঞা করে হিজাব ছাড়াই সামাজিক মাধ্যমে পোস্ট দেবার ব্যাপারে তাঁর কোন অনুতাপ নেই।
নাজিলা মারুফিন গত বছর ইরানি তরুণী মাহসা আমিনির বাবার সাক্ষাৎকার নেন। পুলিশি হেফাজতে মাহসার মৃত্যুর পর কয়েক মাস ধরে বিক্ষোভ অব্যাহত থাকে।
নাজিলা তেহরানের এভিন কারাগার থেকে রবিবার বেরিয়ে আসেন । কোন হিজাব ছাড়া তাঁর ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার পর তিনি এক মাসের ও বেশি সময় কারাগারে আটক থাকতে হয়েছে। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “ দাসত্ব মেনে নিও না ,আরো অনেক ভাল কিছু তোমার প্রাপ্য”।
তাঁকে দ্রুতই আবার আটক করে তেহরানের বাইরে কারচাক নারী কারাগারে নিয়ে যাওয়া হয় । সেখানকার পরিস্থিতির বার বার সমালোচনা করেছে মানবাধিকার গোষ্ঠীগুলো। কিন্তু মারুফিয়ান তার সামাজিক মাধ্যমে জানান যে বুধবার তাঁকে কারচাক থেকে মুক্তি দেয়া হয়। ইরানের বাইরে ফারসি মাধ্যম জানয়েছে তার বয়স ২৩ বছর।
তাঁর ঐ পোস্টে তিনি নিজেকে নিজেই জিজ্ঞেস করেন, “ তুমি যে ছবি পোস্ট করেছিলে , মুক্তি পাবার সময়ে সে নিয়ে কি অনুতপ্ত ছিলে?” তমি কি স্বীকার করছো যে তুমি ভুল করেছিলে?”
তিনি নিজেই আবার লেখেন, “ নাহ, আমি কোনই ভুল করিনি”। তিনি আবার সেই ছবি পোস্ট করেন এবং তাৎর ডান হাত দিয়ে V চিহ্ন দেখান।
গত বছর অক্টোবর মাসে তিনি মোস্তাঘেল অনলাইনে মাহসা আমিনির বাবা আমজাদ আমিনির এই সাক্ষাৎকারটি প্রকাশ করেন। ঐ সাক্ষাৎকারে আমজাদ আমিনি তাঁর মেয়ের মৃত্যু সম্পর্কে মিথ্যে বলার জন্য কর্তৃপক্ষকে অভিযুক্ত করেন।