অ্যাকসেসিবিলিটি লিংক

রুশ মহাকাশযান লুনা-২৫ চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে, বলছে স্পেস এজেন্সি


মহাকাশযান লুনা-২৫ রাশিয়ার পূর্ব আমুর অঞ্চলের ভোস্টোচনি কসমোড্রোম লঞ্চপ্যাড থেকে মহাকাশে যাত্রা করছে। ১১ আগস্ট, ২০২৩। (রয়টার্সের মাধ্যমে রোসকসমস/ভোস্টচনি স্পেস সেন্টার/হ্যান্ডআউট )। ফাইল ছবি।
মহাকাশযান লুনা-২৫ রাশিয়ার পূর্ব আমুর অঞ্চলের ভোস্টোচনি কসমোড্রোম লঞ্চপ্যাড থেকে মহাকাশে যাত্রা করছে। ১১ আগস্ট, ২০২৩। (রয়টার্সের মাধ্যমে রোসকসমস/ভোস্টচনি স্পেস সেন্টার/হ্যান্ডআউট )। ফাইল ছবি।

বুধবার রাশিয়ার মহাকাশযান চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। এটি হিমায়িত জলের সন্ধানে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম অবতরণ করার দেশটির উচ্চাকাঙ্ক্ষার দিকে একটি বড় পদক্ষেপ।

রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৫৭ মিনিটে লুনা-২৫ চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে।

লুনা-২৫ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদকে প্রায় ৫ দিনের জন্য প্রদক্ষিণ করবে, তারপ পরিকল্পনা অনুযায়ী, ২১ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে।

ভারতের চন্দ্রযান-৩ এই মাসের শেষের দিকে পরিকল্পিত চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের আগে এই মাসের শুরুতে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে।

মোটামুটি ছোট একটি গাড়ির আকারের লুনা-২৫ দক্ষিণ মেরুতে এক বছরের জন্য কাজ করার লক্ষ্যমাত্রা রাখবে। ওই এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে নাসা এবং অন্যান্য মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা সেখানকার গর্তগুলোকে হিমায়িত জলের চিহ্ন সনাক্ত করেছেন।

চাঁদে পানির উপস্থিতি মহাকাশ পরাশক্তি দেশগুলোর জন্য ব্যাপক গুরুত্ব রাখে, দীর্ঘকাল গ্রহে মানুষের বসবাসের সম্ভাবনা জাগিয়ে তোলে, চাঁদে সম্পদ খননের সম্ভাবনা প্রদর্শন করে।

রাশিয়ার মহাকাশ প্রোগ্রামগুলো ট্র্যাক করে এমন একটি ওয়েবসাইট www.RussianSpaceWeb.com -এর প্রতিষ্ঠাতা ও পাবলিশার আনাতোলি জাক জানাচ্ছেন, সোভিয়েত ইউনিয়নের ১৯৭৬ সালের চন্দ্র অভিযান লুনা-২৪ এর পর কোনো রুশ মহাকাশযান চাঁদের কক্ষপথে প্রবেশ করেনি।

XS
SM
MD
LG