অ্যাকসেসিবিলিটি লিংক

লেবাননে আটক গাদ্দাফির ছেলের মুক্তি চেয়েছে লিবিয়া


লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবাল গাদ্দাফি লিবিয়ার জিল্টানে একটি অভিজাত সামরিক ইউনিটের মহড়া দেখছেন। ফাইল ছবি।
লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবাল গাদ্দাফি লিবিয়ার জিল্টানে একটি অভিজাত সামরিক ইউনিটের মহড়া দেখছেন। ফাইল ছবি।

লিবিয়ার বিচার বিভাগীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে লেবাননকে প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির এক পুত্রকে মুক্তি দিতে বলেছে। তাকে তার স্বাস্থ্যের অবনতির কারণে ২০১৫ সাল থেকে লেবাননে কোনো অভিযোগ ছাড়াই আটক করে রাখা হয়েছে। সোমবার কর্মকর্তারা একথা জানায়।

বিনা বিচারে আটকের প্রতিবাদে ৩ জুন অনশনে যাওয়ার পর থেকে হানিবাল গাদ্দাফির স্বাস্থ্যের অবনতি ঘটছে। তারপর তাকে কমপক্ষে দুবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি শুধু খুব অল্প পরিমাণে পানি খাচ্ছেন।

লেবাননের দুজন বিচার বিভাগীয় কর্মকর্তার মতে, লিবিয়ার প্রসিকিউটর জেনারেল আল-সাদিক আল-সৌর এই মাসের শুরুতে লেবাননের প্রসিকিউটর ঘাসান ওয়েদাতকে হানিবাল গাদ্দাফি সম্পর্কে একটি অনুরোধ পাঠিয়েছিলেন। কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এপির সাথে কথা বলেছেন কারণ তাদেরকে গণমাধ্যমের সাথে কথা বলার অনুমতি দেয়া হয়নি।

এতে প্রশ্ন করা হয়েছে, কেন গাদ্দাফিকে আটক রাখা হয়েছে এবং বলা হয়েছে, তাকে হয় লিবিয়ায় হস্তান্তর করা হবে বা সিরিয়ায় ফিরে যেতে দেয়া হবে। সেখানে সিরিয়ায় তিনি আট বছর আগে অপহরণের আগ পর্যন্ত তার লেবাননী স্ত্রী অ্যালাইন স্কাফ এবং সন্তানদের সাথে নির্বাসিত জীবনযাপন করেছেন।

হামিবাল গাদ্দাফি ২০১৫ সাল থেকে লেবাননে আটক রয়েছেন। লেবাননের জঙ্গিরা তাকে অপহরণ করার পরে ধর্মগুরুর অবস্থান সম্পর্কে তথ্য দাবি করে। লেবাননের পুলিশ পরে ঘোষণা করে যে তারা গাদ্দাফিকে উত্তর-পূর্ব লেবাননের বালবেক শহর থেকে তুলে নিয়েছে। সেখানে তাকে বন্দি করা হয়েছিল। এরপর থেকে তাকে বৈরুতের কারাগারে রাখা হয়েছে।

XS
SM
MD
LG