অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার জ্বালানি স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ৩০, আহত অনেকে


রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রকের প্রেস সার্ভিসের দেয়া ভিডিও থেকে নেয়া ছবিতে অগ্নিনির্বাপক কর্মীরা ২০২৩ সালের ১৪ আগস্ট তারিখে রাশিয়ার দাগেস্তানের রাজধানী মাখাচকালার কাছে একটি রাস্তায় একটি পেট্রোল স্টেশনে আগুন নেভানোর কাজ করছে।
রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রকের প্রেস সার্ভিসের দেয়া ভিডিও থেকে নেয়া ছবিতে অগ্নিনির্বাপক কর্মীরা ২০২৩ সালের ১৪ আগস্ট তারিখে রাশিয়ার দাগেস্তানের রাজধানী মাখাচকালার কাছে একটি রাস্তায় একটি পেট্রোল স্টেশনে আগুন নেভানোর কাজ করছে।

মঙ্গলবার রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রক জানিয়েছে, দক্ষিণ রাশিয়ার দাগেস্তানের একটি জ্বালানি স্টেশনে সোমবার গভীর রাতে আগুন লেগে কমপক্ষে তিন শিশুসহ অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, দাগেস্তানি রাজধানী মাখাচকালাতে একটি হাইওয়ের পাশে একটি অটো মেরামতের দোকানে সোমবার রাতে আগুনের সূত্রপাত হয় এবং কাছাকাছি একটি ফিলিং স্টেশনে আগুন ছড়িয়ে পড়ার সাথে সাথে বিস্ফোরণ ঘটে।

জরুরি পরিষেবা মন্ত্রক দ্বারা শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

রয়টার্স টিভি জানিয়েছে, অনলাইনে পোস্ট করা একটি ফুটেজে দেখা গেছে, একতলা একটি ভবনে আগুন লেগেছে।

মন্ত্রক টেলিগ্রামে বলেছে, “মাখাচকালায় উদ্ধার অভিযানের সময় আরও তিনজনের মৃতদেহ পাওয়া গেছে।”

“হালনাগাদ তথ্য অনুযায়ী, পেট্রোল স্টেশনে আগুনের ফলে ১০৫ জন আহত হয়েছে এবং তাদের মধ্যে ৩০ জন মারা গেছে।”

দাগেস্তানি স্বাস্থ্য মন্ত্রকের বরাত দিয়ে এর আগে ইন্টারফ্যাক্স জানিয়েছে, আহতদের মধ্যে ১৩ জন শিশু।

রাশিয়ার জরুরি পরিষেবার একটি বিবৃতি উদ্ধৃত করে টাস প্রতিবেদন করেছে যে, ৬০০ বর্গ মিটার এলাকায় ছড়িয়ে পড়া আগুন নেভাতে দমকল কর্মীদের সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছে।

XS
SM
MD
LG