মঙ্গলবার জাপানের মধ্য ও পশ্চিমাঞ্চলে প্রবল গ্রীষ্মমন্ডলীয় ঝড় আঘাত হানার ফলে বন্যা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বৌদ্ধ ধর্মীয় ছুটির সপ্তাহে বিমান ও স্থল পরিবহন অচল হয়ে অনেক মানুষের ভ্রমণে বিঘ্ন ঘটে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঝড়টি ভোরে টাইফুন লান থেকে দুর্বল হয়ে মধ্যাঞ্চলীয় ওয়াকায়ামা প্রদেশের কেপ শিওনোমিসাকির কাছে আঘাত হানে।
মঙ্গলবার বিকেলে এটি ফুকুচিয়ামা শহরের ঠিক দক্ষিণে অবস্থান করছিল। উত্তরদিকে অগ্রসর হওয়ার সাথে সাথে বাতাসের গতিবেগ বেড়ে ঘণ্টায় ৯০ কিলোমিটারে বয়ে যায়। পরবর্তীতে এটি জাপান ও কোরীয় উপদ্বীপের মধ্যবর্তী জলসীমায় পূর্ব দিকে হোক্কাইডোর দিকে অগ্রসর হবে বলে ধারণা করা হচ্ছে।
এনএইচকে পাবলিক টেলিভিশন জানিয়েছে, ঝড়ের পথের নিকটবর্তী পাঁচটি প্রশাসনিক অঞ্চল- হিয়োগো, ওসাকা, কিয়োটো, শিগা ও ওয়াকায়ামায় ২০ জন আহত হবার খবর জানা গেছে।
ঝড়ের কারণে নদীগুলো প্লাবিত হয়ে অনেক জায়গায় বাড়িঘর ধ্বসে পড়ে। সুরুহাশির একটি ট্রেন স্টেশনে আংশিক দেয়াল ধ্বসে স্বাভাবিক রেল চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় পৌরসভাগুলি ২ লক্ষ ৩০ হাজারেরও বেশি বাসিন্দাকে কমিউনিটি সেন্টারের মতো নিরাপদ ভবনে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে।
বুধবার সকাল পর্যন্ত মধ্য জাপানের টোকাই অঞ্চলে ৩৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়। এলাকার বাসিন্দাদের অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়ানোর আহ্বান জানিয়ে তাদের সম্ভাব্য ভূমিধস, বন্যা এবং বজ্রপাতের বিষয়ে সতর্ক করা হয়েছে।