উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রধান অস্ত্র কারখানা আবার পরিদর্শন করেছেন এবং ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রের উৎপাদন ত্বরিৎ বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানায়। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের বার্ষিক সামরিক মহড়া শুরু হওয়ার কয়েকদিন আগে এই সফর সংঘটিত হয়। এই মহড়াকে উত্তর কোরিয়া আক্রমণ হিসেবে বিবেচনা করে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করেন, সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী উত্তর কোরিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার কাছে আরও অস্ত্র বিক্রি করার বিষয়ে কথা বলেছেন বলে আরও অস্ত্র তৈরির জন্য কিমের এই চাপ এসেছে।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্র ও শনিবার কিম কৌশলগত ক্ষেপণাস্ত্র, মোবাইল উৎক্ষপণ প্ল্যাটফর্ম, সাঁজোয়া যান এবং আর্টিলারি শেল তৈরির কারখানা পরিদর্শন করেছেন।
২০১৯ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে কিমের উচ্চ পর্যায়ের কূটনীতি ভেঙে পড়ার পর থেকে কিম তার পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র অস্ত্রশস্ত্র বৃদ্ধির দিকে মনোনিবেশ করছেন। ২০২২ সালের শুরু থেকে কিমের সামরিক বাহিনী ১০০টির বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা পরিচালনা করেছে, যেগুলোর মধ্যে অনেকগুলো যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়ার বিরুদ্ধে সতর্কতার নামে পরিচালিত হয়েছে।
উত্তর কোরিয়া রাশিয়ায় আর্টিলারি শেল এবং গোলাবারুদ পাঠিয়েছে - আমেরিকার এমন দাবি অস্বীকার করেছে দেশটি। তবে দেশটি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে প্রকাশ্যে সমর্থন করেছে এবং ইউক্রেনে রাশিয়ার দখলকৃত অঞ্চল পুনর্গঠনে সহায়তা করার জন্য কর্মী পাঠানোর ইঙ্গিত দিয়েছে।
কিম তার পারমাণবিক কর্মসূচি এবং মহামারী-সম্পর্কিত অর্থনৈতিক অসুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রচারণার মুখে চীন এবং রাশিয়ার সাথে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছেন।