অ্যাকসেসিবিলিটি লিংক

বিস্ফোরণে কেঁপে উঠলো সিরিয়ার রাজধানী


সিরিয়ার মানচিত্র
সিরিয়ার মানচিত্র

রবিবার ভোরের আগে সিরিয়ার রাজধানীর আশেপাশের এলাকা মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠে বলে জানায় রাষ্ট্রীয় গণমাধ্যম ও দামেস্কের বাসিন্দারা ।

হামলার উৎস বা লক্ষ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। অতীতে একই ধরনের ঘটনায় সাধারণত ইসরাইলি বিমান হামলাকে দায়ী করা হয়েছে। সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রগুলি ভূপাতিত করে।

ব্রিটেনভিত্তিক বিরোধী দলের যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইরান সমর্থিত মিলিশিয়াদের জন্য রকেট মজুদ করা কোন গুদাম থেকে বিস্ফোরণটি ঘটেছে। অবজারভেটরি জানিয়েছে, বিস্ফোরণে কেউ আহত বা নিহত হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

সর্বশেষ গত ৭ আগস্ট সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম দামেস্কের আশেপাশের এলাকায় বিমান হামলায় অন্তত চার সিরীয় সেনা নিহত হওয়ার খবর প্রকাশ করে। অব্জারভেটরি আরও জানিয়েছে, দামেস্কের আশেপাশে ইরান সমর্থিত মিলিশিয়াদের অবস্থান ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

ইসরাইল তাঁর প্রতিবেশি রাষ্ট্র সিরিয়াতে ইরানের অনুপ্রবেশ বন্ধ করার শপথ নিয়েছে। যদিও তারা অস্বীকার করে, তবুও সাম্প্রতিক বছরগুলিতে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অংশগুলিতে শত শত হামলা চালিয়েছে তারা।

ইসরাইল গত কয়েক বছরে দামেস্ক এবং সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে বেশ কয়েকবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে।

XS
SM
MD
LG