বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বড় আকারের বন্যায় ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের জন্য ২ লাখ ৫০ হাজার পাউন্ড মানবিক সহায়তা দিয়েছে যুক্তরাজ্য। এই অর্থ দিয়ে, বান্দরবান, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮ হাজারের বেশি মানুষকে সহায়তা করা হবে।
রবিবার (১৩ আগস্ট), ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন সারাহ কুক জানিয়েছে, কারিতাস বাংলাদেশ ও অ্যাকশন এইড বাংলাদেশের সঙ্গে কাজ করা তহবিল থেকে এ বরাদ্দ দেয়া হবে। হাইকমিশনার সারাহ কুক বলেছেন, “বাংলাদেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে যুক্তরাজ্য। আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে ইউকে জরুরি প্রয়োজনে সাড়া দিতে ২ লাখ ৫০ হাজার পাউন্ড মানবিক সহায়তা দিয়েছে।”
এই সহায়তা খাদ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি কিট, আশ্রয় সামগ্রী এবং ক্ষতিগ্রস্ত ১৮ হাজারের বেশি মানুষকে নগদ টাকা দেয়াসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী সরবরাহ করবে। হাইকমিশনার বলেন, “এটি বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়ার পরিপূরক এবং বাংলাদেশে দুর্যোগ প্রস্তুতি ও সাড়া দেয়ার জন্য যুক্তরাজ্যের দীর্ঘস্থায়ী সহায়তার প্রতিফলন।”