অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের ওপর পশ্চিমা চাপের সমালোচনা করেছে রাশিয়া


রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ইরানের তেহরানে ইরান এবং ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন। ৮ আগস্ট, ২০২৩। (রয়টার্সের মাধ্যমে ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি)
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ইরানের তেহরানে ইরান এবং ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন। ৮ আগস্ট, ২০২৩। (রয়টার্সের মাধ্যমে ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি)

মঙ্গলবার রাশিয়া নিষেধাজ্ঞা থেকে মুক্তির বিনিময়ে তেহরানের পারমাণবিক কর্মসূচিকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে ২০১৫ সালের একটি চুক্তি প্রয়োগ করা সম্ভব না হওয়া সত্ত্বেও ইরানের ওপর নিষেধাজ্ঞা বজায় রাখার পশ্চিমা প্রচেষ্টা প্রত্যাখ্যান করে তাদের মিত্রদেশে ইরানের সাথে নিজেকে যুক্ত করেছে।

তেহরানে দেশ দুটির উপ-পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যকার বৈঠকের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রক বলেছে, মস্কো এবং তেহরান এই বিশ্বাসে একমত যে, চুক্তিটি বাস্তবায়নে ব্যর্থতার কারণ “যুক্তরাষ্ট্র এবং যারা দেশটির মতো চিন্তা করে তাদের অনুসরণকৃত ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ ভুল নীতি ।’”

যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রেখে ২০১৮ সালে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (জেসিপিওএ) নামে পরিচিত চুক্তিটি থেকে সরে আসেন। পরমাণু কর্মসূচিকে ত্বরান্বিত করায় তখন থেকে পশ্চিমাদের সাথে ইরানের সম্পর্কের অবনতি ঘটছে।

তবে যুক্তরাষ্ট্র, চীন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি চুক্তিতে স্বাক্ষরকারী রাশিয়া ইউক্রেনে আগ্রাসনের পর থেকে ইরানের সাথে সম্পর্ক গভীরতর করছে।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি এবং রেজা নাজাফির সাথে সাক্ষাৎ করেছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রক বলেছে, বৈঠকে “জেসিপিওএ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য নতুন কিছু স্কিম এবং পন্থা আরোপ করার জন্য পশ্চিমের পক্ষ থেকে এমন যেকোনো প্রচেষ্টার অগ্রহণযোগ্যতার ওপর জোর দেয়া হয়েছে, যা বিভিন্ন ক্ষেত্রে বৈধ এবং পারস্পরিকভাবে উপকারী রুশ-ইরান সহযোগিতাকে ক্ষতিগ্রস্ত করে।”

XS
SM
MD
LG