বার্তা সংস্থা তাস জরুরি পরিষেবা বিভাগের বরাত দিয়ে বলছে মস্কো থেকে ৫০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত সার্জিয়েভ পোসাদ শহরে একটি অপটিক্যাল-মেকানিক্যাল কারখানায় বিস্ফোরণে অন্তত ১৬ জন আহত হয়েছেন।
তারা বলছে পাইরোটেকনিক সরঞ্জাম সম্বলিত একটি গুদামে বিস্ফোরণটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জনপ্রিয় অনলাইন নিউজ চ্যানেল ম্যাশ জানিয়েছে, গুদামটি একটি পাইরোটেকনিক্স ফার্ম ভাড়া নিয়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অযাচাইকৃত কিছু ফুটেজে দেখা গেছে, ধোঁয়ার বিশাল কুন্ডলি এবং জানালা উড়ে যাওয়া বহুতল ভবনগুলি।
কেন্দ্রটি আপাতত খালি করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে তাস।
সার্জিয়েভ পোসাদের কারখানাটি অপটিক্যাল সরঞ্জাম উত্পাদন করে, যার ক্রেতাদের মধ্যে রাশিয়ার নিরাপত্তা বাহিনীও রয়েছে।
তবে জরুরি সেবার বরাত দিয়ে তাস জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলার কারণে বিস্ফোরণটি ঘটেছে বলে তারা সন্দেহ করছেন না। সাম্প্রতিক সপ্তাহ এবং মাসগুলিতে মস্কো ও তার পার্শ্ববর্তী স্থানগুলিতে অনেকগুলি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।