অ্যাকসেসিবিলিটি লিংক

মধ্য ভূমধ্যসাগরে অভিবাসন-প্রত্যাশীদের জাহাজ ডুবে নিহত ৪১: এএনএসএ


৬ আগস্ট, ২০২৩ তারিখে প্রকাশিত ইতালীয় উপকুলরক্ষীদের দ্বারা তোলা এই হ্যান্ডআউট ছবিটিতে দেখা যাচ্ছে, উদ্ধারকারীরা ল্যাম্পেডুসার দক্ষিণে অভিযানের সময় অভিবাসন-প্রত্যাশীদের একটি উদ্ধারকারী নৌকায় উঠতে সহায়তা করছে। (ছবি তুলেছেন ইতালির কোস্টগার্ড/ গার্ডিয়া কোস্টিয়েরা/ এএফপি)
৬ আগস্ট, ২০২৩ তারিখে প্রকাশিত ইতালীয় উপকুলরক্ষীদের দ্বারা তোলা এই হ্যান্ডআউট ছবিটিতে দেখা যাচ্ছে, উদ্ধারকারীরা ল্যাম্পেডুসার দক্ষিণে অভিযানের সময় অভিবাসন-প্রত্যাশীদের একটি উদ্ধারকারী নৌকায় উঠতে সহায়তা করছে। (ছবি তুলেছেন ইতালির কোস্টগার্ড/ গার্ডিয়া কোস্টিয়েরা/ এএফপি)

ইতালির লাম্পেদুসা দ্বীপে পৌঁছানো প্রাণে রক্ষা পাওয়া অভিবাসন প্রত্যাশীদের বরাত দিয়ে নিউজ এজেন্সি এএনএসএ বুধবার জানায়, গত সপ্তাহে মধ্য ভূমধ্যসাগরে একটি জাহাজডুবির ঘটনায় ৪১ জন অভিবাসন-প্রত্যাশী মারা গেছেন।

জাহাজডুবির ঘটনায় বেঁচে যাওয়া চারজন অভিবাসন-প্রত্যশীদের উদ্ধারকর্মীদের জানিয়েছেন, তারা তিন শিশুসহ ৪৫ জনকে বহনকারী একটি নৌকায় তারা ছিলেন ।

তারা আরও জানান তিউনিসিয়ার স্ফ্যাক্স এলাকা থেকে বৃহস্পতিবার সকালে নৌকাটি রওনা দেয়ার কয়েক ঘণ্টা পর ডুবে যায়।

প্রাণে রক্ষা পাওয়া ব্যক্তিরা হলে,ন আইভরি কোস্ট ও গিনির তিন পুরুষ ও এক নারী। তারা জানান, একটি মালবাহী জাহাজ তাদের উদ্ধার করে, তারপর ইতালির উপকূল রক্ষীদের একটি জাহাজে স্থানান্তর করা হয়।

উপকূল রক্ষীরা তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি।

এএনএসএ এর খবরের সাথে দু’টি জাহাজডুবির ঘটনার কোন সংযোগ আছে কী না সেটা স্পষ্ট নয়। উপকুল রক্ষীরা রোববার জানায় যে তাদের ৩০ জন সদস্যের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

ওদিকে তিউনিসিয়ার কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, তারা রবিবার স্ফ্যাক্সের কাছে একটি জাহাজডুবির ঘটনায় ১১ জনের লাশ উদ্ধার করেছে এবং ডুবে যাওয়া ৪৪ জন অভিবাসী এখনো নিখোঁজ রয়েছে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রকের সর্বসাম্প্রতিক হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সমুদ্রপথে প্রায় ৯৩ হাজার ৭০০ অভিবাসন-প্রত্যাশী এসেছেন। যা কিনা গত ২০২২ সালের এই সময় ছিল ৪৪ হাজার ৭০০ জন।

XS
SM
MD
LG