মঙ্গলবার ইসরাইলি নিরাপত্তা বাহিনী এই বছরের শুরুতে মারাত্মক একটি গোলাগুলি চালানোর দায়ে অভিযুক্ত ফিলিস্তিনি ব্যক্তির পশ্চিম তীরের বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সামরিক বাহিনী বলেছে, এই গোলাগুলি দখলকৃত অঞ্চলে উত্তেজনা বৃদ্ধিতে সর্বসাম্প্রতিক আক্রমণ।
অভিযুক্ত ফিলিস্তিনি হামলাকারীদের পরিবারের ঘর মাটির সাথে মিশিয়ে দেয়া ইসরাইলের কয়েক দশকের পুরোনো কৌশল। মানবাধিকার গোষ্ঠীগুলো এরূপ ব্যাপক শাস্তির তীব্র সমালোচনা করেছে। এরকম শাস্তি আন্তর্জাতিক আইনের অধীনেও নিষিদ্ধ।
পশ্চিম তীরে এই অনুপ্রবেশ ঘটেছে, কিন্তু ইসরাইলি-ফিলিস্তিনি লড়াই এমন এক পর্যায়ে পৌঁছেছে যা প্রায় দু’দশকে দেখা যায়নি। । এই সপ্তাহের শুরুর দিকে তেল আবিবের মধ্যাঞ্চলে একজন ফিলিস্তিনি বন্দুকধারী ইসরাইলি নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করার পর ইসরাইলি সেনারা তিনজন অভিযুক্ত ফিলিস্তিনি জঙ্গিকে হত্যা করেছে।
দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের একটি সমীক্ষা অনুযায়ী, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে এই বছর ইসরাইলি গুলিতে ১৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরাইল বলেছে, নিহতদের বেশিরভাগ জঙ্গি, তবে সেনা অভিযানের প্রতিবাদে পাথর নিক্ষেপকারী যুবক এবং নিরীহ পথচারীকেও হত্যা করা হয়েছে।
চলতি বছর এই পর্যন্ত ইসরাইলিদের বিরুদ্ধে ফিলিস্তিনি হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে।
ইসরাইল ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর দখল করে। ফিলিস্তিনিরা তাদের প্রত্যাশিত স্বাধীন রাষ্ট্রের জন্য এই অঞ্চলগুলো চাইছে।