রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা-র চলচ্চিত্রায়ণ বললেই আপামর বাঙালির চোখের সামনে ভেসে ওঠে দীর্ঘদেহী প্রবাদপ্রতিম অভিনেতা ছবি বিশ্বাসের চেহারাটি। তাঁর জলদগম্ভীর অথচ মিষ্টি কন্ঠস্বরে ছোট্ট মিনি-কে ‘খোঁকি’ বলে ডাক এখনও যেন দর্শকদের কানে বাজতে থাকে। তবে কাবুলিওয়ালা নিয়ে পরবর্তী সময়েও বড় ও ছোট পর্দায় কিছু কাজ হয়েছে, এমনকি তাতে কিছুদিন আগে অভিনয় করেছেন বলিউডের এক সময়ের জনপ্রিয় ভিলেন ড্যানি ডেনজোংপা-ও।
এবার একেবারেই নতুন রূপে কাবুলিওয়ালা-কে পেতে চলেছেন সিনেমাপ্রেমীরা। কাবুলিওয়ালা রূপে আসছেন এক সময়ের হিন্দি সিনেমার সুপারস্টার ও বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী।
কাবুলিওয়ালা নিয়ে সিনেমা তৈরি করেছে পশ্চিমবঙ্গের এক প্রথম সারির প্রোডাশন হাউজ। আর তাতেই নামভূমিকায় অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী। সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে মাত্র তিন দিন আগে আর তারপরেই শুধু বাংলা সিনেমাপ্রেমীদের মধ্যেই নয়, সারা দেশের সিনেমা মহলেই শোরগোল পড়ে গেছে। মিঠুন চক্রবর্তীকে একটা দীর্ঘ সময় সেলিলয়েডে দেখা যায়নি। তাঁর অনুরাগীরা সব সময়েই অপেক্ষায় থেকেছেন কবে এই মেগাস্টার ফের পর্দায় ফিরবেন, গত বছর তাঁকে দেখা গেছিল একটি হিন্দি সিনেমায়, সিনেমাটি বিতর্কিত ও বক্স-অফিসে না চললেও, তাঁর অভিনয় যথারীতি প্রশংসিত হয়।
মিঠুন বরাবরই চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। কাবুলিওয়ালা চরিত্রের লুক-এ তাঁকে সম্পূর্ণ মানিয়ে গেছে এ নিয়ে অনুরাগীদের মধ্যে কোনও সন্দেহ নেই। দাড়ি, চোখে সুরমা, পাঠান স্যুট পরা, পাগড়ি বাঁধা মিঠুন যখন ঝোলা কাঁধে পর্দায় পা রাখছেন তখন যেন অতীতের ক্যারিশ্মা-ই আবার ফিরে আসছে। বয়সোচিত এই চরিত্রে মিঠুনকে দেখার জন্য উত্তজনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। জাতীয় স্তরের এই অভিনেতাকে দেখা যাবে ‘কাবুলিওয়ালা’র চরিত্রে, নিজের স্টিরিওটাইপ ভেঙে রবীন্দ্রনাথের এই ট্র্যাজিক চরিত্রটিতে তিনি যে নিজেকে উজাড় করে দিতে চলেছেন তা টিজার থেকেই স্পষ্ট। এই চরিত্রে অভিনয় করে মিঠুন চক্রবর্তী সেরা অভিনেতার চতুর্থ জাতীয় পুরস্কার পেতে চলেছেন কি না ইতিমধ্যে তা নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে সিনেমা বিশেষজ্ঞ মহলে।