শনিবার দিনের শেষ ভাগে খারকিভের পূর্বাঞ্চলের কুপিয়ানস্ক শহরে একটি রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার টেলিগ্রাম চ্যানেলে বলেন, “(এই হামলায়) বেশকিছু মানুষ আহত ও নিহত হয়েছেন”। কুপিয়ানস্ক যুদ্ধরেখার ১০ মাইল মধ্যে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ কেন্দ্র।
জেলেন্সকি জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছেন। তিনি এই হামলাকে একটি “যুদ্ধাপরাধ” হিসেবে অভিহিত করেন। তবে, এ বিমান হামলায় কতজন নিহত বা আহত হয়েছেন, তা তিনি জানাননি।
ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণ মাত্রার রুশ আগ্রাসন শুরুর পর, সেখানে কোনো বেসামরিক ব্যক্তি ও স্থাপনা লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালানোর বিষয়টি অস্বীকার করে রাশিয়া। ইতোমধ্যে এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন; লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং বহু নগর ধ্বংস হয়েছে।
রয়টার্স তাৎক্ষনিকভাবে এই প্রতিবেদনের তথ্য যাচাই করতে পারেনি।
এর আগে, ২৪ ঘন্টার মধ্যে, ২ রুশ জাহাজের ওপর ইউক্রেনীয় ড্রোন হামলার প্রতিশোধ নেবে বলে অঙ্গীকার করেছিলো রাশিয়া।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।