অ্যাকসেসিবিলিটি লিংক

গোপন নথি মামলার আরো অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করলেন ট্রাম্প


সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার উড়োজাহাজে আরোহণ করার জন্য রনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌছান (৩ আগস্ট, ২০২৩)
সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার উড়োজাহাজে আরোহণ করার জন্য রনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌছান (৩ আগস্ট, ২০২৩)

২০২১ সালে হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সংবেদনশীল সরকারি নথি অপ-ব্যবস্থাপনার অভিযোগে মামলা দায়ের করা হয়। শুক্রবার এ সংক্রান্ত নতুন ৩টি অভিযোগে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন বলে আদালতের ফাইলিং থেকে জানা গেছে।

সংবেদনশীল নথি মামলায় ট্রাম্প এখন ৪০টি অভিযোগের সম্মুখীন হচ্ছেন। গত মাসে অভিযোগের সংখ্যা ছিল ৩৭। তার কর্মচারি ওয়াল্ট নাউতার বিরুদ্ধেও নতুন অভিযোগ আনা হয়েছে। কৌসুলিরা তৃতীয় একজন বাদী ও ট্রাম্পের অপর এক কর্মচারী কার্লোস দে অলিভিয়েরাকেও গত সপ্তাহে নতুন করে এই মামলার কার্যক্রমের সঙ্গে যুক্ত করেছেন।

কৌসুলিরা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন তথ্য সম্বলিত শত শত নথি নেওয়ার অভিযোগ এনেছেন—যার মধ্যে যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রকল্প ও সামরিক পরিকল্পনার বিস্তারিত রয়েছে। একইসঙ্গে, ফ্লোরিডার পাম বিচে অবস্থিত মার-আ-লাগো এস্টেটে এলোমেলোভাবে সেগুলোকে সংরক্ষণের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। অভিযোগপত্র অনুযায়ী, ট্রাম্প এসব গোপন তথ্য এমন কিছু মানুষকে দেখিয়েছেন, যাদের এগুলো দেখার অনুমোদন নেই।

নাউতা ও মার-আ-লাগোর প্রপার্টি ম্যানেজার দ্য অলিভিয়েরার বিরুদ্ধে এসব নথি উদ্ধারের কাজে নিয়োজিত ফেডারেল তদন্তকারীদের কাছ থেকে এসব নথি লুকিয়ে রাখা ও নিরাপত্তা ক্যামেরার ফুটেজসহ অন্যান্য তথ্যপ্রমাণ ধ্বংসের অভিযোগ আনা হয়েছে।

ট্রাম্পই হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে এক মাত্র যিনি এপ্রিলে ফৌজদারি অভিযোগের সম্মুখীন হন ট্রাম্প। তাকে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আদালতে একজন পর্নো তারকার মুখ বন্ধ রাখার জন্য দেওয়া তাকে অর্থের লেনদেন সংক্রান্ত তথ্য জালিয়াতির অভিযোগ আনা হয়। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

XS
SM
MD
LG