অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের বিচার বিভাগ রাজাই-শাহর কারাগার বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে


রাজাই শাহর কারাগারে ছবিঃ ইরানের হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, এই কারাগারে নিরাপত্তা বাহিনী ২০১৮ সালের ৭ আগস্ট সংখ্যালঘু সুন্নি বন্দীদের রাখা একটি ওয়ার্ডে অভিযান চালায়।
রাজাই শাহর কারাগারে ছবিঃ ইরানের হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, এই কারাগারে নিরাপত্তা বাহিনী ২০১৮ সালের ৭ আগস্ট সংখ্যালঘু সুন্নি বন্দীদের রাখা একটি ওয়ার্ডে অভিযান চালায়।

ইরানের বিচার বিভাগ এবং একটি স্বাধীন মানবাধিকার পর্যবেক্ষক বৃহস্পতিবার রাজাই-শাহর কারাগার বন্ধ এবং প্রায় ৩০০ বন্দীকে অন্যান্য স্থাপনায় স্থানান্তরেরবিষয়টি নিশ্চিত করেছে। ঐ সব বন্দীর মাঝে রাজনৈতিক এবং দেশব্যাপী বিক্ষোভের পরে কোনও অভিযোগ ছাড়াই আটক করা হয়েছে এমন বন্দীরাও রয়েছেন।

ইরানের বিচার বিভাগের ওয়েবসাইট মিজান পোস্ট করা একটি ঘোষণায় জানিয়েছে যে "রাজাই-শাহর কারাগার বন্ধ করার প্রক্রিয়া চলছে" এবং স্পষ্টতই বিনা নোটিশে সেখানে আটক বন্দীদের অন্য স্থাপনায় স্থানান্তরিত করা হচ্ছে ।

সোমবার রাতে মিজান ইন্টারনেটে বন্দী স্থানান্তরের যে ফুটেজ পোস্ট করার পরে তার ঐ খবরটি ঘোষণা করে যাতে কিছু মানবাধিকার প্রবক্তা উদ্বেগ প্রকাশ করেছেন যেতেহরান তার অনেক রাজনৈতিক বন্দীকে আরও প্রত্যন্ত গ্রামীণ স্থাপনাগুলিতে(কারাগারে) স্থানান্তর করার পরিকল্পনা অনুসরণ করছে।

ইরান বিষয়ক বিশ্লেষক হাদিয়া কিমিয়াই ভয়েস অফ আমেরিকার ফার্সি বিভাগকে বলেন, ঐসব প্রাদেশিক কারাগারগুলোতে দেশের সবচেয়ে সহিংস বন্দীদের সঙ্গে বিবেকেবান বন্দীদের স্থানান্তরের বিষয়টি দৃশ্যতই যোগসাজশ হতে পারে। যাকে তিনি ভিন্নমতাবলম্বীদের কণ্ঠরোধে “রাজনৈতিক দমন” চালানোর জন্য ইসলামি প্রজাতন্ত্রের ইচ্ছাকৃত কৌশল হিসেবে বর্ণনা করেছেন।

কিমিয়াই রাজাই-শাহর কারাগারকেও ভিন্নমতাবলম্বীদের আটক ও মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য কুখ্যাত বলে বর্ণনা করেছেন। বিশেষত ১৯৮০এর দশকের পাশাপাশি আরও সাম্প্রতিক হচ্ছে, কথিত অধিকার লঙ্ঘনের ইতিহাস। তিনি বলেন, "স্থাপনাটি বন্ধ এবং অন্যত্র স্থানান্তর করার অর্থ হচ্ছে এর অন্ধকারাচ্ছন্ন ইতিহাসেরসমস্ত চিহ্ন মুছে ফেলার" প্রচেষ্টার অংশ।

সোমবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে কারাগারের বাইরে ইরানের সশস্ত্র বাহিনীর প্রাধান শাখার নানা বিভাগ--- যেমন বিশেষবাহিনী, জরুরি ইউনিট, পুলিশ বাহিনী এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যাচ্ছে।

XS
SM
MD
LG