অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান গোষ্ঠীগুলোকে সহিংসতা থেকে বিরত থাকতে; আলোচনায় সামিল হওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের  


ফাইলঃ ২০২১ সালের ৯ সেপ্টেম্বর, আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে তালিবানের পতাকা উড়ছে
ফাইলঃ ২০২১ সালের ৯ সেপ্টেম্বর, আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে তালিবানের পতাকা উড়ছে

আফগান গোষ্ঠীগুলোকে সহিংসতা থেকে বিরত থাকতে; আলোচনায় সামিল হওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

আফগানিস্তানের উগ্রবাদী সরকারকে উৎখাত করতে কিছু সাবেক আফগান মিত্ররা যে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করে আসছে তবে তালিবানকেআফগানিস্তানের বৈধ শাসক হিসেবে তালিবানকে স্বীকৃতি দিতে এবং তালিবান নেতাদের ওপর নিষেধাজ্ঞা বজায় রাখার প্রক্রিয়া যুক্তরাষ্ট্র বহাল রেখেছে।

আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল রশিদ দোস্তম ২০০১ সালে তালিবানকে উৎখাত করতে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সকে সমর্থন করেছিলেন তিনিগত সপ্তাহে দাবি করেন যে যুক্তরাষ্ট্র যদি তাকে সমর্থন করে তবে তিনি আবারও তালিবানকে উৎখাত করার জন্য পর্যাপ্ত বাহিনী সংগ্রহ করতে সক্ষম হবেন।

অন্ততঃ আরও দুই সাবেক আফগান জেনারেল সামি সাদাত ও খোশাল সাদাত বেশ কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং তারা তালিবানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের জন্য সাবেক যোদ্ধা, আইনপ্রণেতা এবং আরও অন্যান্য দলের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন।

তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের জবাব স্পষ্ট।

পররাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র বলেন, আমেরিকান সরকারের প্রতিক্রিয়া সুস্পষ্ট। “যুক্তরাষ্ট্রআফগানিস্তানে সহিংসতায় ফিরে যেতে চায় না এবংআমরা তালিবানের রিরুদ্ধে অস্ত্র ধারণ করাও সমর্থনকরি না।

আফগান গোষ্ঠীগুলো যারা তালিবানকে সামরিকভাবে পরাজিত করতে চায় তাদেরকে প্রত্যাখ্যান করে এই পরামর্শ দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে তারা সাবেক আফগান কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র সফর এবং তালিবানের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের পক্ষে কথা বলার বিষয়ে অবগত আছেন, তবে তারা তাদের থামাতে পারবেন না কারণ যুক্তরাষ্ট্রের সংবিধান দেশের অভ্যন্তরে সবার মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেয়।

২০২১ সালের আগস্ট মাসে আফগানিস্তান থেকে আমেরিকান সেনা প্রত্যাহারের ফলে আফগানিস্তানে আমেরিকার সাবেক মিত্রদের জন্য কোনও সামরিক সমর্থনের ব্যবস্থা না করায় যারা তালিবান বিরোধি তাদেরকে হতাশ করেছিল।

দুই বছর আগে তালিবান ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের সবকটিই তারা বিনা বাধায় নিয়ন্ত্রণ করছে তবে ইসলামিক স্টেট-খোরাসান প্রদেশ তালিবানের উপর মাঝে মাঝে হামলা চালাচ্ছে।

তালিবান ও আইএস খোরাসান একে অপরের বিরুদ্ধে ধর্ম যুদ্ধ ঘোষণা করেছে।

XS
SM
MD
LG