বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় ১৪ জন আহত হন যখন এক ব্যক্তি ফুটপাতে গাড়ি তুলে দেয় এবং গাড়ি থেকে বেরিয়ে সিওংনাম শহরের একটি শপিং মলের ভিতরে ঢুকে লোকজনকে ছুরিকাঘাত করে।
দক্ষিণ গিয়াংগি প্রাদেশিক পুলিশ বিভাগের একজন কর্মকর্তা ইউন সুং-হিউন বলেছেন, এক পাতাল রেল স্টেশনের কাছে একটি জনাকীর্ণ শান্ত জেলায় ঘটে যাওয়া হামলায় কমপক্ষে নয়জন লোককে ছুরিকাঘাত করা হয়েছে এবং চারজন গাড়ির ধাক্কায় আহত হয়েছেন। কারও অবস্থা গুরুতর কিনা তা নিশ্চিত করেনি পুলিশ।
পুলিশ ২০এর কোঠায় বয়স এক অজ্ঞাত সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে যাকে ঘটনাস্থলে গ্রেপ্তার করা হয়। পুলিশ কর্মকর্তারা হামলার সম্ভাব্য কোনো উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি।
ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবিতে দেখা গেছে, ফরেনসিক ইউনিটগুলি এ কে প্লাজার হলগুলি পরীক্ষা করে দেখছে। এখানেই ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছিল। সিওহিয়েওন সাবওয়ে স্টেশনের কাছে এক ফুটপাতে সাদা কিয়া হ্যাচব্যাকের সামনের একটি ভাঙা জানালা ও ফেটে যাওয়া সামনের টায়ার দেখা যাচ্ছে।
ন্যাশনাল পুলিশ এজেন্সি বৃহস্পতিবার আঞ্চলিক পুলিশ প্রধানদের সাথে একটি অনলাইন সভা করেছে যেখানে ছুরিকাঘাত ও অন্যান্য আক্রমণ মোকাবিলা করার উপায় নিয়ে আলোচনা করা হয়।
সংস্থার বক্তব্য অনুসারে, বৈঠকের সময় ন্যাশনাল পুলিশ এজেন্সির কমিশনার জেনারেল ইউন হি-কিউন এই হামলাকে "কার্যত সন্ত্রাসবাদের কাজ" বলে বর্ণনা করেছেন। কর্মকর্তারা অবকাশ অঞ্চল ও অন্যান্য জনাকীর্ণ এলাকায় রাত্রিকালীন টহল বৃদ্ধি এবং নিরাপত্তা ক্যামেরার মাধ্যমে নজরদারি জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন।
পুলিশ জানিয়েছে, গত মাসে, রাজধানী সিউলের একটি রাস্তায় এক ছুরিধারী ব্যক্তি অন্তত চার পথচারীকে ছুরিকাঘাত করে এবং এই ঘটনায় একজনকে প্রাণ হারিয়েছিলেন।