দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্কাউট জাম্বোরিতে প্রবল দাবদাহে কমপক্ষে ১০৮ জন অসুস্থ হয়ে পড়ে। তাদের চিকিৎসা করা হয়। দক্ষিণ কোরিয়া বছরের সবচেয়ে উষ্ণ গ্রীষ্মের একটির মধ্য দিয়ে যাচ্ছে।
জাম্বোরিরি সাংগঠনিক কমিটির সেক্রেটারি-জেনারেল চোই চ্যাং-হেং বলেন, তাদের বেশিরভাগ সুস্থ হয়ে উঠেছে তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কমপক্ষে দুজন একটি হাসপাতালে চিকিতসাধীন রয়েছে।
বুধবার রাতের জাম্বোরির উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর বুয়ানে সমুদ্র থেকে পুনরুদ্ধার করা জমিতে তৈরি একটি ক্যাম্প সাইটে ৪০ হাজার স্কাউট উপস্থিত ছিল। তাদের বেশিরভাগ কিশোর বয়সী। বুধবার সেখানে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র এবং নিরাপত্তা মন্ত্রী লি স্যাং-মিন জরুরি বৈঠকে অংশগ্রহণকারীদের সুরক্ষার জন্য “সম্ভাব্য সকল ব্যবস্থা” বিবেচনা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
তাপ থেকে রক্ষা পাওয়া যায় এমন কোনো ব্যবস্থা ছাড়া একটি বিস্তীর্ণ, বৃক্ষবিহীন এলাকায় জাম্বোরি করার বিষয়ে আগে থেকেই উদ্বেগ ছিল।
চোই জোর দিয়ে বলেন, অনুষ্ঠানটি চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নিরাপদ ছিল এবং জাম্বোরি অন্য কোথাও অনুষ্ঠিত হলেও অনুরূপ পরিস্থিতি ঘটতে পারতো।
দক্ষিণ কোরিয়া এই সপ্তাহে চার বছরের মধ্যে সবচেয়ে “গুরুতর” গরম আবহাওয়ার হুশিয়ারি সংকেত দিয়েছে। দেশব্যাপী তাপমাত্রা ৩৩ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।
নিরাপত্তা মন্ত্রক জানিয়েছে, ২০মে থেকে দাবদাহজনিত অসুস্থতার কারণে কমপক্ষে ১৬ জন মারা গেছে। এর মধ্যে দুজন মঙ্গলবার মারা যায়।