অ্যাকসেসিবিলিটি লিংক

পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্রয়ে নারী বিশ্বকাপের শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র


নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে পর্তুগাল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচে গোলে শট নিচ্ছেন অ্যালেক্স মরগান। ১ আগষ্ট, ২০২৩।
নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে পর্তুগাল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচে গোলে শট নিচ্ছেন অ্যালেক্স মরগান। ১ আগষ্ট, ২০২৩।

দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় মেগান রাপিনো খেলা সত্ত্বেও পর্তুগালের বিপক্ষে গোল পায়নি যুক্তরাষ্ট্র। তবে তারা ০-০ গোলে ড্র করে নারী বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।

এই টাই যুক্তরাষ্ট্রকে টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে বড় আপসেট এড়াতে সহায়তা করে আমেরিকানদের নকআউট রাউন্ডে উন্নীত করে। দলটি যে খেলায় জয়ের আশা করেছিল তাতে তাদের দল বেশ নড়বড়ে অবস্থায় দেখা যায়।

চারটি শিরোপা নিয়ে বিশ্বকাপে সর্বকালের সবচেয়ে সফল দল আমেরিকানরা বিশ্বকাপের গ্রুপ পর্বে কখনোই বাদ পড়েনি। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম যুক্তরাষ্ট্র গ্রুপ প্লেতে মাত্র একটি ম্যাচ জিতেছে।

ডুনেডিনে একযোগে খেলা ভিয়েতনামের বিপক্ষে নেদারল্যান্ডস ম্যাচের ফলাফলও আমেরিকানদের তাদের অবস্থানের বদলে ভুমিকা রাখে । ৭-০ গোলে জিতে 'ই' গ্রুপের শীর্ষস্থান থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে দেয় নেদারল্যান্ডস।

টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের আশায় থাকা বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন আমেরিকানরা এগিয়ে যাচ্ছে দ্বিতীয় বাছাই হিসেবে।

১৪ তম মিনিটে লিন উইলিয়ামস হেডারে সুযোগ পেলেও পর্তুগালের গোলরক্ষক ইনেস পেরেইরা সেটি নস্যাৎ করে দেন। যদিও যুক্তরাষ্ট্র মাঠ ভালই নিয়ন্ত্রণ করে আরও সুযোগ পায় তবু তারা গোল পায়নি। বিরতিতেও খেলাটি গোলশূন্য থাকে।

৩৮ তম মিনিটে রোজ লাভেল হলুদ কার্ড পান, যা গ্রুপ পর্বে তার দ্বিতীয়। যার ফলে তিনি দলের শেষ ষোলোর ম্যাচে থাকবেন না। যা আমেরিকান দর্শকদের হতাশায় ফেলে দেয়।

যুক্তরাষ্ট্রের কোচ ভ্লাতকো আন্দোনোভস্কি এই ম্যাচের জন্য তার শুরুর লাইনআপে পরিবর্তন আনেন। এই বিশ্বকাপে প্রথমবারের মতো ফরোয়ার্ড উইলিয়ামস এবং মিডফিল্ডার লাভেলকে নিয়ে শুরু করেছিলেন। দলের প্রথম দুই ম্যাচের জন্য তিনি ফরোয়ার্ড হিসেবে ট্রিনিটি রডম্যান এবং মিডফিল্ডে সাভানা ডিমেলোকে দলে নিয়েছিলেন।

বৃহস্পতিবার ওয়েলিংটনে নেদারল্যান্ডসের বিপক্ষে হাফটাইমে এসে ডাচদের কাছে ১-০ গোলে পিছিয়ে ছিল যুক্তরাষ্ট্র। লিন্ডসে হোরান ল্যাভেলের কর্নার থেকে বল পেয়ে হেড করে ১-১ গোলে সমতা ফেরান।

কিন্তু পর্তুগালের বিপক্ষে আমেরিকানদের শক্তি ম্যাচের সময় অসংগঠিত দেখা যায়।

যুক্তরাষ্ট্র সর্বশেষ ২০১১ বিশ্বকাপে সুইডেনের কাছে গ্রুপ পর্বে হেরেছিল। কিন্তু তবু তারা ফাইনাল পর্যন্ত যেতে সক্ষম হয়েছিল।

XS
SM
MD
LG