মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক নেতা অং সান সু চির ৩৩ বছরের কারাদণ্ডের সাজা আংশিক ক্ষমার অংশ হিসেবে ছয় বছর কমিয়ে দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার।
অভ্যুত্থানে সুচিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দুই বছরে দেশটি সহিংসতায় বিধ্বস্ত হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে কোভিড-১৯ বিধি ভঙ্গসহ ১৯টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
৭৮ বছর বয়সী নোবেল বিজয়ী সুচির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দেয়ায়, জান্তা সরকার গত সপ্তাহে তাকে কারাগার থেকে একটি সরকারি ভবনে স্থানান্তর করেছে।
পাঁচটি মামলায় ক্ষমা করার ঘোষণার পর জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন সাংবাদিকদের বলেন, “ছয় বছরের কারাদণ্ড কমানো হবে।“
ক্ষমা করা সত্ত্বেও সু চির বিরুদ্ধে এখনও ১৪টি মামলা রয়েছে। মানবাধিকার সংগঠনগুলো তার বিরুদ্ধে আইনি লড়াইকে জনগণের চোখ থেকে একজন জনপ্রিয় গণতান্ত্রিক নেতাকে মুছে ফেলার চেষ্টা বলে নিন্দা জানিয়েছে।