অ্যাকসেসিবিলিটি লিংক

ভেনেগাসের গোলে জার্মানির বিপক্ষে কলম্বিয়ার ২-১ গোলে জয়


সিডনি ফুটবল স্টেডিয়ামে জার্মানি এবং কলম্বিয়ার মধ্যে নারী বিশ্বকাপ ফুটবল ম্যাচে কলম্বিয়ার মিডফিল্ডার ম্যানুয়েলা ভ্যানেগাস (ছবিতে নেই) তার দলের পক্ষে দ্বিতীয় গোল করার পর কলম্বিয়ার খেলোয়াড়দের উল্লাস। ৩০ জুলাই, ২০২৩।
সিডনি ফুটবল স্টেডিয়ামে জার্মানি এবং কলম্বিয়ার মধ্যে নারী বিশ্বকাপ ফুটবল ম্যাচে কলম্বিয়ার মিডফিল্ডার ম্যানুয়েলা ভ্যানেগাস (ছবিতে নেই) তার দলের পক্ষে দ্বিতীয় গোল করার পর কলম্বিয়ার খেলোয়াড়দের উল্লাস। ৩০ জুলাই, ২০২৩।

রবিবার নারী বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলার শেষ দিকে ইনজুরি টাইমের সপ্তম মিনিটে ম্যানুয়েলা ভেনেগাসের করা এক দুর্দান্ত গোলে জার্মানিকে ২-১ গোলে উড়িয়ে দিল কলম্বিয়া।

এই জয়ের মধ্য দিয়ে একটি রোমাঞ্চকর খেলার নিষ্পত্তি এবং তার দেশকে নকআউট পর্বে নিয়ে যাওয়ার দ্বারপ্রান্তে নিয়ে যান এই ডিফেন্ডার।

গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ১৮ বছর বয়সী লিন্ডা কাইসেডো দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় কলম্বিয়া। খেলার ৮৯ মিনিটে আলেকজান্দ্রা পপ পেনাল্টি থেকে গোল করলে খেলায় ১-১ গোলে সমতা আসে। শেষ পর্যন্ত দুইবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ড্র নিয়েই মাঠ ছাড়তে হবে বলে মনে হচ্ছিল।

কিন্তু, ৯০ মিনিটের খেলার পর ইনজুরি টাইমের ৭ মিনিটের মাথায় ভেনেগাস গোল করে আনন্দে ভাসান সিডনি ফুটবল স্টেডিয়ামের আধিপত্য বিস্তারকারী কলম্বিয়ার ভক্তদের।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ৬-০ গোলে জয় পায় জার্মানি। ওই ম্যাচের ১১ এবং ৩৯ মিনিটে দুটো গোল করেন পপ।

সপ্তাহের শুরুতে ইনজুরির ভয়ে ভুগছিলেন রিয়াল মাদ্রিদের এই কিশোরী, কিন্তু টুর্নামেন্টে তার দ্বিতীয় গোলের সময় এক জাদুকরী মুহূর্ত তৈরি হয়।

গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পায় কলম্বিয়া। ওই ম্যাচে দূর থেকে একটি গোল করেছিলেন কাইসেডো।

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে কখনোই নক আউট পর্বে যেতে ব্যর্থ হয়নি জার্মানি। গ্রুপ এইচ এর শেষ খেলায় তারা এখনও দক্ষিণ কোরিয়াকে হারাতে পারে বলে আশা করা হচ্ছে, তবে হারাতে পারলেও তাদের সম্ভবত গ্রুপের দ্বিতীয় স্থানেই থাকতে হবে।

এর আগে, লিনা মাগুল খুব কাছ থেকে গোল করার একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার শট লক্ষ্যভ্রষ্ট হয়।

গ্রুপ এইচ-এর পরবর্তী ম্যাচে, জার্মানি দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে এবং কলম্বিয়া মুখোমুখি হয় মরক্কোর। তিনটি দলেরই এখনও নকআউট পর্বে যাবার সম্ভাবনা আছে।

XS
SM
MD
LG