অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৫০০ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে মামলা


চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৫০০ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে মামলা। (প্রতীকী ছবি)
চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৫০০ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে মামলা। (প্রতীকী ছবি)

বাংলাদেশের চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ চৌমুহনী এলাকায়, জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায়, ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় গ্রেপ্তার হওয়া ১৬ জনের নাম উল্লেখ্য করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) ডবলমুরিং থানায় এই মামলা দায়ের করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, “জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের উপর হামলা চালিয়ে, লিশের গাড়ি ভাঙচুর ও বেশ কয়েকজন পুলিশকে আহত করে। ঘটনাস্থল থেকে আটক ২১ জনের মধ্যে সম্পৃক্ততা না পাওয়ায় ৫ জনকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ১৬ জনসহ অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

উল্লেখ্য, শুক্রবার (২৮ জুলাই) জুমার নামাজের পর আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে কয়েক হাজার জামায়াত-শিবির কর্মী ঝটিকা মিছিল বের করে। মিছিলটি চৌমুহনী মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এরপর নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে তারা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এসময় গাড়ির ভেতর থেকে পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মুকুর চাকমা বের হলে, তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তিনি এবং তিন পুলিশ সদস্য আহত হন। এরপর, ঘটনাস্থল থেকে পুলিশ ২১ জনকে আটক করে পুলিশ।

XS
SM
MD
LG