অ্যাকসেসিবিলিটি লিংক

প্রধানমন্ত্রী নির্বাচন করতে থাই পার্লামেন্টে আগস্টে আবারও বৈঠক


ফাইল -১৯ জুলাই, আইনপ্রণেতারা থাইল্যান্ডের ব্যাংককে পার্লামেন্টে জড়ো হন
ফাইল -১৯ জুলাই, আইনপ্রণেতারা থাইল্যান্ডের ব্যাংককে পার্লামেন্টে জড়ো হন

থাইল্যান্ডের পার্লামেন্ট বৃহস্পতিবার জানিয়েছে, মে মাসে জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক অচলাবস্থা থেকে যাওয়ায় প্রধানমন্ত্রী নির্বাচনের চেষ্টায় আবার আগামী ৪ আগস্ট তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে

নির্বাচনে জয়ী মুভ ফরওয়ার্ড পার্টির নেতা পিটা লিমজারোয়েনরাতকে এর আগে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার দুটি প্রচেষ্টা রক্ষণশীল ও সামরিক বাহিনীর মনোনীত আইনপ্রণেতারা বাধা দিয়েছেন

মে মাসের নির্বাচনে ফেউ থাই পার্টি দ্বিতীয় স্থানেছিল তারা মুভ ফরওয়ার্ডের সাথে আট-দলীয়জোটভুক্ত এবং আশা করা হচ্ছে যে পরবর্তীতে তারাইপ্রধানমন্ত্রী পদের জন্য প্রতিযোগিতা করবে।

ক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে গত এক দশকের বেশির ভাগ সময় ধরে দেশটির রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী সামরিক বাহিনী সমর্থিত প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নির্বাচনে ভোটাররা বিস্ময়কর বিজয় অর্জন করেছে

তবে সামরিক বাহিনী মনোনীত সেনেট এবং রক্ষণশীল, রাজতান্ত্রিক প্রতিষ্ঠানের বিরোধীরা পিটার বিরুদ্ধে যায় যার ফলে পিটার প্রধানমন্ত্রী হওয়ার প্রচেষ্টা থেমে যায়

৪ আগস্টের জন্য পার্লামেন্টের এজেন্ডা সম্বলিত একটি নথিতে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী হওয়ার জন্য উপযুক্ত ব্যক্তিকে বিবেচনা ও সমর্থন করা হবে।

তবে সংসদের স্পিকার ওয়ান মুহাম্মদ নূর মাথা আলোচ্যসূচী বা এজেন্ডা প্রকাশের আগে পার্লামেন্টে সাংবাদিকদের বলেন, আগের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য আদালতের বিচারাধীন রয়েছে বিধায় ভোট গ্রহণ বিলম্বিত হতে পারে

শীর্ষ পদে পিটার প্রার্থিতা যে এ মাসের গোড়ার দিকে স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয় তার বিরুদ্ধে একটি আবেদন আগামী বৃহস্পতিবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালতের পর্যালোচনা করার কথা রয়েছে

ওয়ান নূর বলেন, আদালত আবেদনটি গ্রহণ করলে পরের দিন পার্লামেন্টে ভোট গ্রহণ স্থগিত করা হবে

XS
SM
MD
LG