অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীক দাবানল এথেন্সের উপকণ্ঠে পৌঁছেছে


গ্রীসের মধ্যাঞ্চলের ২৭শে জুলাই ভোলোস শহরের কাছে দাবানলে বিমান থেকে পানি নিক্ষেপ করা হচ্ছে।
গ্রীসের মধ্যাঞ্চলের ২৭শে জুলাই ভোলোস শহরের কাছে দাবানলে বিমান থেকে পানি নিক্ষেপ করা হচ্ছে।

এথেন্সের অদূরে বৃহস্পতিবারদাবানল ছড়িয়ে পড়েছে প্রচণ্ড বাতাসের কারণে গ্রীসের চারপাশেআগুন ছড়িয়ে পড়ার ফলেমহাসড়কে যানবাহন চলাচল এবংরেল পরিষেবা ব্যাহত হয়।

গত দুই সপ্তাহ ধরে পরপর তিনটিভূমধ্যসাগরীয় তাপপ্রবাহের ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে দাবানলছড়িয়ে পড়েছে এবং দমকল বাহিনীর দুইজন পাইলটসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন রোডস দ্বীপ থেকে সপ্তাহান্তে বিপুল সংখ্যক পর্যটকদেরসরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে

এথেন্সের ঠিক উত্তরে অবস্থিতকিফিসিয়ায় বৃহস্পতিবার ভোরেহেলিকপ্টার থেকে পানি ঝরানো হয় এবং স্থলভাগের ক্রুরা আগুননিয়ন্ত্রণে আনতে সক্ষম হন

মধ্যাঞ্চলীয় শহর ভোলোসের কাছেদুটি মুখে দাবানল ছড়িয়ে পড়ায়গ্রীসের ব্যস্ততম মহাসড়কের একটিঅংশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখতেবাধ্য করা হয়। আর ঐ অঞ্চল অতিক্রমকারী জাতীয় রেল পরিষেবা বিলম্বিত হয়।

দমকল বাহিনীর কর্মীরা টানা দশমদিনের মতো রোডসের আগুননেভানোর চেষ্টা চালানোর সময়এভিয়া দ্বীপে আগুন লাগার খবরপাওয়া যায়

স্যাটেলাইট ডেটা বিশ্লেষণকারীইউরোপীয় ইউনিয়নের সংস্থাকোপারনিকাস অ্যাটমোস্ফিয়ারমনিটরিং সার্ভিসের তথ্য অনুযায়ী২০ বছর আগে রেকর্ডের পর জুলাইমাসে গ্রীসে দাবানলের কারণে কার্বননিঃসরণ সবচেয়ে বেশি মোট ১মেট্রিক মেগাটনেরও বেশি এবং যা আগের রেকর্ডের দ্বিগুণ

XS
SM
MD
LG