অ্যাকসেসিবিলিটি লিংক

ভিয়েতনামকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পর্তুগালের


ভিয়েতনামের থি বিচ থুয়ে নগুয়েনকে পর্তুগালের আন্দ্রেয়া জ্যাকিন্টো ফাউল করেছেন (ডানে)। হ্যামিলটনে পর্তুগাল এবং ভিয়েতনামের মধ্যে ২০২৩ সালের ২৭ জুলাই, বিশ্বকাপের ফুটবল ম্যাচের সময়।
ভিয়েতনামের থি বিচ থুয়ে নগুয়েনকে পর্তুগালের আন্দ্রেয়া জ্যাকিন্টো ফাউল করেছেন (ডানে)। হ্যামিলটনে পর্তুগাল এবং ভিয়েতনামের মধ্যে ২০২৩ সালের ২৭ জুলাই, বিশ্বকাপের ফুটবল ম্যাচের সময়।

বৃহস্পতিবার ওয়াইকাটো স্টেডিয়ামে নারী বিশ্বকাপে অভিষেককারী দক্ষিণ-পূর্ব এশিয়ার দল ভিয়েতনামকে ২-০ গোলে হারানোর সময় পর্তুগালের তেলমা এনকানার্কাও একটি গোল করেছেন এবং অন্য গোলটি তৈরি করে দিয়েছেন।

পর্তুগাল গ্রুপ ই-তে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এবং অকল্যান্ডে তাদের শেষ গ্রুপ খেলায় যুক্তরাষ্ট্রের সাথে খেলবে। সে সময় ভিয়েতনাম ডুনেডিনে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। ভিয়েতনাম এখনো কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। দুটি ম্যাচই মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডসের সাথে চার পয়েন্ট নিয়ে সমান অবস্থায় আছে, কিন্তু বৃহস্পতিবার ১-১ গোলে ড্র করার পরে গোল পার্থক্যের তালিকায় শীর্ষে রয়েছে।

এনকার্নাকাও সাত মিনিটের মাথায় লুসিয়া আলভেসের ক্রস থেকে প্রথমবারের মতো স্মার্ট ফিনিশের মাধ্যমে পর্তুগালকে এগিয়ে দেন। নাজারেথ ২১ মিনিটের মাথায় গোলরক্ষক ট্রান থি কিম থানকে পাশ কাটিয়ে বলটি গোলপোস্টের জালে পাঠিয়ে দেন।

বিশ্ব র‍্যাংকিং-এ দুটি দলের মধ্যে পার্থক্য ১১ ধাপ। পর্তুগালের স্থান তালিকার ওপরের দিকে - ২১তম, কিন্তু প্রতিযোগিতাটি একতরফা হয়ে যায় এবং পর্তুগাল প্রথমার্ধে গোল করার পাঁচটি চেষ্টা চালায়।

তারা ফলাফলের মুকুটে আরও পালক যোগ করতে পারেনি। ভিয়েতনামের প্রথম পরাজয়ে যুক্তরাষ্ট্রকে তিনটি গোলে সীমাবদ্ধ করতে সাহায্যকারী গোলকিপার কিম থানের জন্য পর্তুগাল দুই গোলের বেশি পায়নি।

XS
SM
MD
LG