অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার মন্ত্রীকে নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করলেন উত্তর কোরিয়ার নেতা কিম


উত্তর কোরিয়া সরকারের দেয়া এই ছবিতে কিম জং উন (ডানে) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুর নেতৃত্বে একটি রাশিয়ান প্রতিনিধি দল নিয়ে পিয়ংইওং-এ একটি অস্ত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন। ২৬ জুলাই, ২০২৩।
উত্তর কোরিয়া সরকারের দেয়া এই ছবিতে কিম জং উন (ডানে) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুর নেতৃত্বে একটি রাশিয়ান প্রতিনিধি দল নিয়ে পিয়ংইওং-এ একটি অস্ত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন। ২৬ জুলাই, ২০২৩।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে একটি প্রতিরক্ষা প্রদর্শনীতে গিয়েছিলেন। ওই প্রদর্শনীতে উত্তর কোরিয়ার নিষিদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়, যখন দুই দেশ সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।

রাশিয়ার মন্ত্রী সের্গেই শোইগু এবং একজন পলিটব্যুরো সদস্যসহ চীনের একটি প্রতিনিধি দল উত্তর কোরিয়ায় “বিজয় দিবস” হিসেবে উদযাপিত কোরিয়ান যুদ্ধের সমাপ্তির ৭০তম বার্ষিকীতে এই সপ্তাহে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন।

রুশ এবং চীনা সমর্থনে গৃহীত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের অধীনে ক্ষেপণাস্ত্রগুলো নিষিদ্ধ করা হয়েছিল, তবে এই সপ্তাহে তারা যুক্তরাষ্ট্রের সাথে প্রতিদ্বন্দ্বিতার কারণে একত্রিত তিন দেশের সংহতি প্রদর্শনের জন্য একটি পটভূমি তৈরি করেছে।

শোইগু-র সফর সোভিয়েত ইউনিয়নের পতনের পর উত্তর কোরিয়ায় রাশিয়ার কোনো প্রতিরক্ষামন্ত্রীর প্রথম সফর।

উত্তর কোরিয়ার জন্য রুশ এবং চীনা প্রতিনিধিদের আগমন করোনা ভাইরাস মহামারির পরে বিশ্বের কাছে উত্তর কোরিয়ার সাথে প্রথম বড় যোগাযোগ।

উত্তর কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, শোইগু কিমকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি চিঠি দিয়েছেন।

কিম শোইগুর নেতৃত্বে সামরিক প্রতিনিধিদল পাঠানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই সফর উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে “কৌশলগত এবং ঐতিহ্যবাহী” সম্পর্ককে আরও গভীর করেছে।

কেসিএনএ ইউক্রেনের যুদ্ধের কথা উল্লেখ করেনি তবে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কাং সান নাম বলেছে, উত্তর কোরিয়া রাশিয়ার “ন্যায়বিচারের জন্য যুদ্ধ” এবং তার সার্বভৌমত্ব সম্পূর্ণ সমর্থন করে।

XS
SM
MD
LG