অ্যাকসেসিবিলিটি লিংক

চার দশক পর পদত্যাগ করতে যাচ্ছেন কম্বোডিয়ার কট্টরপন্থী প্রধানমন্ত্রী হুন সেন


কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে টিভিতে দেখা যাচ্ছে। নমপেন, ২৬ জুলাই, ২০২৩।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে টিভিতে দেখা যাচ্ছে। নমপেন, ২৬ জুলাই, ২০২৩।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন বলেছেন, প্রায় চার দশকের কট্টরপন্থী শাসনের পর তিনি তিন সপ্তাহের মধ্যে পদত্যাগ করে তার জ্যেষ্ঠ পুত্রের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন।

প্রাক্তন খেমার রুজ এই ক্যাডার ১৯৮৫ সাল থেকে রাজ্য পরিচালনা করছেন। এই সময়ে তিনি তার ক্ষমতার বিরুদ্ধে সমস্ত বিরোধিতা নির্মূল করেছেন, বিরোধী দলগুলি নিষিদ্ধ করেছেন, প্রতিদ্বন্ধীদের পালাতে বাধ্য করেছেন এবং মত প্রকাশের স্বাধীনতাকে দমন করেছেন।

তার কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) রবিবারের নির্বাচনে কোন অর্থবহ বিরোধী দল ছাড়াই নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। ৮২% ভোট পেয়ে তার জ্যেষ্ঠ পুত্রের উত্তরাধিকারের পথ প্রশস্ত করেছে। সমালোচকরা পুরো ব্যাপারটিকে উত্তর কোরিয়ার সাথে তুলনা করছেন।

মানবাধিকার গোষ্ঠীগুলি হুন সেনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, তিনি তার শাসনের যে কোনও বিরোধিতাকে দমন করার জন্য অ্যাক্টিভিস্ট এবং ঝামেলাপূর্ণ ইউনিয়ন নেতাদের পাশাপাশি রাজনীতিবিদসহ আইনি ব্যবস্থাও ব্যবহার করেছেন।

তিনি ক্ষমতায় থাকাকালীন বেশ কয়েকজন বিরোধী রাজনীতিবিদকে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানো হয়। রবিবারের নির্বাচনে ভোটারদের প্রতি ব্যালট নষ্ট করার আহবানকে অবৈধ করে আইনে পরিবর্তন করা হয়েছিল।

ভোটের পাঁচ দিন আগে, কর্তৃপক্ষ নির্বাসিত বিরোধী দলীয় নেতা স্যাম রেইনসিকে ব্যালট পেপার নষ্ট করার আহবান জানানোর কারণে ২৫ বছরের জন্য নির্বাচনে নিষিদ্ধ করে।

XS
SM
MD
LG