প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা পূর্ব চীনে আঘাত হানে। এতে কমপক্ষে ৫ জনের প্রাণহানি এবং ৩জন নিখোঁজ হয়েছে। দেড় হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। রবিবার রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানায়।
চায়না ন্যাশনাল রেডিও জানিয়েছে, শনিবার বিকেলে হাংঝো শহরের ফুইয়াং জেলার একটি গ্রাম ব্যাপক বন্যায় ভেসে যায়; অনেক বাড়িঘর তলিয়ে গেছে
সিসিটিভি জানিয়েছে, বৃষ্টির ফলে আংশিক পাহাড় ধস এবং কাদা ধসের ফলে জেলার একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয় এবং ১৬০০-র বেশি পরিবার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, দেড় হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
প্রতি বছর মৌসুমি বন্যা চীনের বড় অংশে, বিশেষ করে আধা-ক্রান্তীয় দক্ষিণে আঘাত করে। তবে উত্তরের কিছু অঞ্চলে এবার ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার খবর পাওয়া গেছে।
চলতি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা আঘাত হানে এবং হতাহতের ঘটনা ঘটায়। চলতি মাসের শুরুতে চংকিং-এর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে বন্যায় অন্তত ১৫ জন মারা গেছে।
হুবেই প্রদেশের মধ্যাঞ্চলে প্রবল বৃষ্টির কারণে কিছু বাসিন্দা তাদের যানবাহন এবং বাড়িতে আটকে আছে। শনিবার রাত নাগাদ কর্তৃপক্ষ জিয়ানিং শহর থেকে প্রায় ২২০ জনকে উদ্ধার করেছে বা সরিয়ে নিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম পিপলস ডেইলি একথা জানায়।
২০২১ সালে হেনানের কেন্দ্রীয় প্রদেশে ৩০০ জনের বেশি মানুষ মারা যায়। সেই বছরের ২০ জুলাই রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে প্রাদেশিক রাজধানী ঝেংঝো প্লাবিত হয়। রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছিল। একটি পাতাল রেল লাইনের অন্তত একটি অংশ বন্যায় প্লাবিত হয়েছিল।