সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। জানান, তত্ত্বাবধায়ক সরকার গঠন, দলের আমির শফিকুর রহমান-সহ আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে।
মুজিবুর রহমান বলেন, “একটি স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি।” নির্বাচনের প্রার্থীদের আটকে রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মেনে সরকারের নির্বাচনের প্রস্তুতির সমালোচনা করেন।
তিনি বলেন, “এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠায় সমগ্র জাতি ঐক্যবদ্ধ।” তিনি অভিযোগ করেন যে নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ন করে, এমনভাবে প্রশাসনকে সাজানো হচ্ছে। এ জন্য তিনি সরকারের সমালোচনা করেন।
মুজিবুর রহমান বলেন, “সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করতে, অন্যান্য রাজনৈতিক দলের সদস্যদের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মিথ্যা অভিযোগে আটক করা হচ্ছে।”
দেশে বিগত নির্বাচনের চিত্র তুলে ধরেন তিনি। বলেন, “বর্তমান সরকারের ১৫ বছরের শাসনামলে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পাশাপাশি সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন-সহ কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়নি।”
“সম্প্রতি ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে সরকার প্রমাণ করেছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে পারে না;” বলেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান।