অ্যাকসেসিবিলিটি লিংক

আরেকটি মারাত্মক ঝড়ের কবলে বলকান অঞ্চল, সার্বিয়ায় ৩ জনের মৃত্যু


ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে, শক্তিশালী ঝড়ের পর একটি গাড়ির উপর ভেঙ্গে পড়া গাছের ডালগুলি সরিয়ে ফেলছেন দমকলকর্মীরা। ১৯ জুলাই, ২০২৩।
ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে, শক্তিশালী ঝড়ের পর একটি গাড়ির উপর ভেঙ্গে পড়া গাছের ডালগুলি সরিয়ে ফেলছেন দমকলকর্মীরা। ১৯ জুলাই, ২০২৩।

এই সপ্তাহে বলকান অঞ্চলের মধ্য দিয়ে বয়ে যাওয়া আরেকটি মারাত্মক ঝড়ে সার্বিয়ায় তিনজন মারা গেছে। শনিবার দেশটির স্থানীয় গণমাধ্যম একথা জানিয়েছে।

শুক্রবারের প্রলয়ঙ্করী ঝড়টি প্রথমে স্লোভেনিয়ার উপর দিয়ে বয়ে যায়। সেখান থেকে ঝড়টি ভারী বৃষ্টিপাত এবং প্রচণ্ড দমকা হাওয়া আকারে ক্রোয়েশিয়া হয়ে, সার্বিয়া এবং বসনিয়ায় দিকে চলে যায়। কর্তৃপক্ষ ঝড়ে বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং ব্যাপক ক্ষয় ক্ষতির কথা জানিয়েছে। এছাড়া অনেক গাছ-পালা উপড়ে পড়ে গাড়ি এবং বাসার ছাদ ধ্বংস করেছে।

এর আগে, গত বুধবার বয়ে যাওয়া আরেকটি ঝড়ে ওই অঞ্চলে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ক্রোয়েশিয়ায় চারজন, স্লোভেনিয়ায় একজন এবং আরেকজন বসনিয়ায়।

বিশেষজ্ঞদের ধারনা, জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া এমন চরম আকার ধারণ করেছে।

সরকারি আরটিএস টেলিভিশন জানিয়েছে, সার্বিয়ার উত্তরাঞ্চলের শহর নোভি সাদে, ১২ বছর বয়সী একটি ছেলেকে ঝড়ের সময় রাস্তায় মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে সে বজ্রপাতে মারা গেছে নাকি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয় মিডিয়া বলছে, সবচেয়ে বেশি আঘাত হেনেছে নোভি সাদ শহরে। ঝড়ের কারণে শহরটির সিনেমা হলের ছাদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৩০ জন লোক চিকিৎসা সহায়তা চেয়েছে এবং শনিবার সকাল পর্যন্ত শহরের অনেক রাস্তা-ঘাট অবরুদ্ধ ছিল।

আরটিএস জানিয়েছে, উত্তর-পূর্ব সার্বিয়ার কোভাসিকা গ্রামে, এক নারী তার বাড়ির পাশে একটি গাছে বজ্রপাতের পর আগুন লেগে প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলীতে পড়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।

সার্বিয়ান পুলিশ শনিবার জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বাকা পালঙ্কায় এক ব্যক্তি তার বাড়ির গেটে পড়ে থাকা বিদ্যুতের তারগুলি সরানোর চেষ্টা করলে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

ক্রোয়েশিয়ায় বয়ে যাওয়া ঝড়টি দেশটির বিভিন্ন অংশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বুধবারের ঝড়ের ফলে ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে ইতোমধ্যেই তৎপরতা শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ।

রাজধানী জাগরেবে নারমিন ব্রেজভকানিন নামে একজন নির্মাণ কর্মী অফিসিয়াল এইচআরটি টিভিকে বলেছেন, “আমরা রাত দিন বিরামহীন কাজ করে যাচ্ছি”।

স্লোভেনিয়া জানিয়েছে, আল্পাইন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় বনাঞ্চলকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং সম্ভাব্য আকস্মিক বন্যার বিষয়ে সতর্ক করেছে।

অন্যদিকে, তাপপ্রবাহ অব্যাহত থাকায় ইউরোপের কোথাও কোথাও দাবানলের সৃষ্টি হচ্ছে এবং জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা জারি করা হয়েছে।

XS
SM
MD
LG