অ্যাকসেসিবিলিটি লিংক

ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া, বলছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী


দক্ষিণ কোরিয়ার সিউল রেলওয়ে স্টেশনে একটি টিভি পর্দায় সংবাদ চলাকালীন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একটি ফাইল চিত্র দেখানো হচ্ছে৷ ২২ জুলাই, ২০২৩।
দক্ষিণ কোরিয়ার সিউল রেলওয়ে স্টেশনে একটি টিভি পর্দায় সংবাদ চলাকালীন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একটি ফাইল চিত্র দেখানো হচ্ছে৷ ২২ জুলাই, ২০২৩।

কোরীয় উপদ্বীপের পশ্চিমে সমুদ্রের দিকে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী শনিবার একথা জানিয়েছে।

পিয়ংইয়ং এবং ওয়াশিংটন ঐ বিচ্ছিন্ন দেশটির পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়ে বিদ্যমান অচলাবস্থায় সামরিক শক্তি প্রদর্শনের পদক্ষেপ নেওয়ায়, বুধবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর, এটিই উত্তর কোরিয়ার সর্বসাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় (গ্রীনিচ মান সময় শুক্রবার সন্ধ্যা ৭টা) ভোর ৪টার দিকে থেকে উৎক্ষেপণ করা কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সনাক্ত করা হয়েছে।

বুধবার, আমেরিকান পরমাণু অস্ত্রে সজ্জিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন (এসএসবিএন) দক্ষিণ কোরিয়ায় আসার কয়েক ঘন্টা পরই উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো।

উত্তর কোরিয়া বৃহস্পতিবারও সতর্ক করে দিয়ে বলেছে, দক্ষিণ কোরিয়ায় কোনো আমেরিকান বিমানবাহী রণতরী, বোমারু বিমান কিংবা ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ সাবমেরিন মোতায়েন করলে, তাদেরও পারমাণবিক অস্ত্র ব্যবহারে আর কোন বাধা থাকবে না।

XS
SM
MD
LG