বিশ্বের দীর্ঘতম ক্ষমতাসীন নেতাদের একজন কম্বোডিয়ার হুন সেন ইঙ্গিত দিয়েছেন যে তার বড় ছেলে এবং নির্বাচিত উত্তরসূরি হুন মানেত আগামী মাসের মধ্যেই দায়িত্ব গ্রহণ করতে পারেন। একতরফানির্বাচনেরপর পরেই আকস্মিকভাবে এ কথা প্রকাশ করা হল।
যুক্তরাষ্ট্রের এবং ব্রিটেনের শিক্ষায় শিক্ষিত ৪৫ বছর বয়সী হুন মানেট যে তার বাবার কাছ থেকে দায়িত্ব নেবেন তা ব্যাপকভাবে আশা করা হয়েছিল। হুন সেন প্রায় চার দশক ধরে কম্বোডিয়া শাসন করেছেন তবে তাকে দায়িত্ব অর্পনের কোনও সময়সীমা দেওয়া হয়নি।
তিন-চার সপ্তাহের মধ্যে হুন মানেট প্রধানমন্ত্রী হতে পারেন। বৃহস্পতিবার চীনের ফিনিক্স টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে হুন সেন বলেন, “এটা নির্ভর করছে হুন মানেট এটা করতে পারবেন কি না তার ওপর।”
স্বঘোষিত শক্তিশালী ও সাবেক খেমারুস গেরিলা হুন সেন আগামী মাসে ৭১ বছরে পা রাখবেন। কম্বোডিয়ার অন্যতম শীর্ষ সামরিক জেনারেল এবং তার বাবার দেহরক্ষী ইউনিটের সাবেক প্রধান হুন মানেট রোববার নির্বাচনে প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
ক্যাম্বোডিয়ান পিপলস পার্টির (সিপিপি) কার্যত কোনো প্রতিদ্বন্দ্বি নেই। কারণ এদের একমাত্র প্রতিদ্বন্দ্বী দলকে তাদের নিবন্ধন কাগজপত্রে ভুল-তথ্যের কারণ দেখিয়ে অযোগ্য ঘোষণা করা হয়েছিল।
মানবাধিকার গোষ্ঠীগুলো ঐ নির্বাচনকে একটি ছলনামূলক বলে প্রত্যাখ্যান করেছে এবং হুন সেনের বিরুদ্ধে সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ, সমালোচকদের হুমকি দেওয়া এবং ফৌজদারি অভিযোগ ব্যবহার করে পরিকল্পিতভাবে তার বিরোধী দলকে ধ্বংস করার অভিযোগ এনেছে।
বিরোধীদের উপর নিপীড়ন চালানোর কথা সরকার অস্বীকার করেছে।
অনেক বিশ্লেষক মনে করেন, বিরোধী দলের ওপর ঐ দমন-পীড়ন চালানোর উদ্দেশ্যই ছিল তার ছেলের জন্য ফলপ্রসূভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য কার্যত একতরফা নির্বাচন করা।
হুন মানেট যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমিতে পড়াশোনা করেছেন এবং নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট করেছেন।
কম্বোডিয়ার বাইরে হুন মানেট নিজেকে খুব সাধারণ ভাবে রেখেছিলেন যতদিন না তিনি উচ্চতর সামরিক পদমর্যাদা পান। এরপর তিনি ধীরে ধীরে অভ্যন্তরীণ রাজনীতিতে পরিচিত হয়ে ওঠেন।
তিনি যেমন পশ্চিমা গণতান্ত্রিক পরিবেশে থেকেছেন তেমনি পিতার স্বৈরাচারী শাসনের অধীনে দেশে ফিরে এসে কী ধরনের নেতা হতে পারেন তা স্পষ্ট নয়।
নির্বাচনী প্রচারণার শেষ দিনে শুক্রবার রাজধানী নম পেনে এক সমাবেশে হুন মানেট উপস্থিত হয়ে সিপিপির নিরঙ্কুশ বিজয়ের বিষয়ে আস্থা প্রকাশ করেন। তিনি বলেন যে এটি একমাত্র দল যা শাসন করতে সক্ষম এবং যার প্রতি জনগণের পূর্ণ সমর্থন রয়েছে।
হাসিমুখে হুন মানেট উচ্ছ্বসিত জনতার উদ্দেশ্যে বলেন,“আগামী প্রজন্মের জন্য জাতির একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যত নিশ্চিত করতে তারা কম্বোডিয়ান পিপলস পার্টিকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।”