অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২২, জীবিতদের খোঁজে শনিবার আবার উদ্ধার তৎপরতা শুরু হবে  


 ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় ভূমিধসে ঘরবাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া পরিবারের জন্য ক্রন্দনরত এক নারী।
ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় ভূমিধসে ঘরবাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া পরিবারের জন্য ক্রন্দনরত এক নারী।

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২২জনে দাঁড়িয়েছে। দুর্যোগ ত্রাণ কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার কাজ স্থগিত করার আগে মাটির কয়েক স্তর নিচে চাপা পরা আরও ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে

বৃহস্পতিবার রাতে মুম্বাই থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ইরশালওয়াড়ির দুর্গম পাহাড়ি একটি জনবসতি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে এবং বেশ কয়েকটি বাড়ি ধ্বসে মাটির সঙ্গে মিশে গেছে।

ধারণা করা হয়, এই জনপদে অন্তত ২২৫ জন লোক বাস করত। এদের মধ্যে ৮০ জনেরও বেশি পালিয়ে যেতে সক্ষম হয়তবে ধ্বংসস্তূপের নিচে এখনও ১০০ জনেরও বেশি লোক আটকা পড়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) মহাপরিচালক অতুল কারওয়াল বার্তা সংস্থা রয়টার্সকেজানিয়েছেন, শনিবারও উদ্ধার অভিযান চলবে

তবে অবিরাম বৃষ্টিপাত, ভাল করে দেখতে না পাওয়া এবং পার্বত্য অঞ্চলের কারণে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। ঘটনাস্থলে যন্ত্রপাতির ব্যবহার অসম্ভব হয়ে পড়েছে যার ফলে যন্ত্রপাতি ছাড়া উদ্ধার তৎপরতা ধীর গতিতে চলছে।

আরেকটি উদ্বেগের বিষয় হ'লআরও উঁচুতে একটি দুর্গ অবস্থিত যা আরও ভূমিধসের আশঙ্কা সৃষ্টি করেছে

কারওয়াল বলেন, “বৃষ্টি ও ভূমিধসের কারণে দুর্গের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে, তাই আরেকবার এমনটি ঘটলে আরও প্রাণহানি যাতে না হয় তা নিশ্চিত করার জন্য আমরা কাজ করার সময় এটির উপরও নজর রাখছি

XS
SM
MD
LG