অ্যাকসেসিবিলিটি লিংক

কেনিয়াতে আয়কর বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দ্বিতীয় দিনে


নাইরোবিতে জ্বলন্ত টায়ার নেভাচ্ছে দাঙ্গা পুলিশ। ১৯ জুলাই, ২০২৩। (মরিয়ামা ডায়ালো/ভিওএ)
নাইরোবিতে জ্বলন্ত টায়ার নেভাচ্ছে দাঙ্গা পুলিশ। ১৯ জুলাই, ২০২৩। (মরিয়ামা ডায়ালো/ভিওএ)

জীবনযাত্রার উচ্চ ব্যয় ও কর বৃদ্ধির জন্য ক্ষুব্ধ কেনিয়াবাসীরা বৃহস্পতিবার বিক্ষোভ অব্যাহত রেখেছে। গতকাল প্রতিবাদকারীদের উপর পুলিশের গুলিতে কমপক্ষে দুজন নিহত এবং আরও ২৬ জন আহত হয়।

বিরোধীদলীয় নেতা রাইলা ওডিঙ্গা টুইটারে লিখেছেন, "জনগণের কণ্ঠস্বর শুনতে হবে। আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত রয়েছে।"

এদিকে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো অঙ্গীকার করেছেন যে কোনও প্রতিবাদ হবে না। পাশাপাশি বলেছেন যে তিনি ওডিঙ্গাকে "মুখোমুখি" মুকাবিলা করবেন।

এই মাসে বিরোধীদের বুধবার থেকে শুক্রবারে্র বিক্ষোভ তৃতীয় দফায় পড়েছে।

দ্য নেশন পত্রিকা জানিয়েছে যে, ওডিঙ্গার আজিমিও বিরোধী দল তার সমর্থকদের রাজধানী নাইরোবির হুরুমা মাঠ, কাঙ্গেমি মাঠ এবং সেন্ট্রাল পার্কে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে।

কেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বলেছে যে বিক্ষোভ চলাকালীন ৩০০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে লুটপাট, সম্পত্তি ধ্বংস এবং পুলিশকে আক্রমণ করার মতো অপরাধের অভিযোগ আনা হবে।

কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলফ্রেড মুতুয়া বলেছেন যে, বিক্ষোভগুলি রাজনৈতিকভাবে উস্কে দেওয়া হয়েছে। বিরোধীরা তাদের পৃথকভাবে চিহ্নিত করায় এই বিক্ষোভ একেবারেই শান্তিপূর্ণ ছিল না।

তিনি আরও বলেন, "আমরা যা প্রত্যক্ষ করেছি তা হল, সমস্ত ধরনের স্থুল অস্ত্র নিয়ে সহিংস প্রতিবাদ। আমরা দেখেছি, গুন্ডারা আমাদের রাজপথ ধ্বংস করে ফেলেছে। আশেপাশে কোন পুলিশ ছিল না। এটা শান্তিপূর্ণ প্রতিবাদ নয়।"

কর্তৃপক্ষ মৃত ও আহতদের বিষয়ে মন্তব্য করেনি। পুলিশ কর্মকর্তারা মাঝে মাঝে বাড়িতে গুলি চালিয়েছিল বলে সাক্ষীদের অভিযোগেরও জবাব দেয়নি তারা।

বিরোধী দল ওডিঙ্গার সাতজন নির্বাচিত নেতা এবং দুই ঘনিষ্ঠ সহযোগীর গ্রেপ্তারের নিন্দা করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, বিরোধী দলকে পঙ্গু করে দিতে রুটো প্রশাসনের এটি এক "মরিয়া প্রচেষ্টা"।

বিরোধীরা জানিয়েছে, বৃহস্পতিবার বিক্ষোভ জারি থাকবে।

XS
SM
MD
LG